Home> দেশ
Advertisement

মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন Sushil Chandra

নির্বাচন কমিশনার হিসেবে ২ বছরের মেয়াদকালের আগে সুশীল চন্দ্রা ছিলেন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস-র(CBDT) চেয়ারম্যান পদে

মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন Sushil Chandra

নিজস্ব প্রতিবেদন: মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে মেয়াদ শেষ সুনীল অরোরার। মঙ্গলবার দেশের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুশীল চন্দ্রা(Sushil Chandra)। আগামী বছর ১৪ মে পর্যন্ত ওই পদে থাকবেন তিনি।

আরও পড়ুন-প্ররোচনামূলক ভাষণ! Mamata-র প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি কমিশনের  

২০১৯ সালের ফেব্রয়ারি মাসে নির্বাচন কমিশনার হন সুশীল চন্দ্রা। গত লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার(Chief Election Commissioner) হিসেবে দায়িত্ব নেন সুনীল অরোরা। গত লোকসভা ও বিহার বিধানসভা নির্বাচন হয়েছে সুনীল অরোরার(Sunil Arora) তত্ববধানেই। এবার উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন সুশীল চন্দ্রা।

আরও পড়ুন-শীতলকুচিকাণ্ডে নানা প্রশ্ন-রাজনীতি, ফুটেজ প্রকাশ করলেই তো ল্যাটা চুকে যায়!

নির্বাচন কমিশনার হিসেবে ২ বছরের মেয়াদকালের আগে সুশীল চন্দ্রা ছিলেন সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস-র(CBDT) চেয়ারম্যান পদে। প্রসঙ্গত, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বাংলা। রাজ্যে ৮ দফায় ভোট হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে বাংলায়। পাশাপাশি একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এরকম এক অবস্থায় দায়িত্বভার নিচ্ছেন সুশীল চন্দ্রা।

Read More