Home> দেশ
Advertisement

আগামিকালই সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন!

আগামিকালই কিডনি অপারেশন হতে চলেছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সূত্রের খবর কাল সকাল সাড়ে আটটার সময় এই অপারেশন হবে। AIIMS-এর ডাইরেক্টর এম সি মিশ্র, চিকিত্‍সক ভি কে বনসল এবং সন্দীপ আগরওয়াল থাকবেন চিকিত্‍সকদের টিমে।

আগামিকালই সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন!

ওয়েব ডেস্ক : আগামিকালই কিডনি অপারেশন হতে চলেছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সূত্রের খবর কাল সকাল সাড়ে আটটার সময় এই অপারেশন হবে। AIIMS-এর ডাইরেক্টর এম সি মিশ্র, চিকিত্‍সক ভি কে বনসল এবং সন্দীপ আগরওয়াল থাকবেন চিকিত্‍সকদের টিমে।

আরও পড়ুন- এবার কি বাজারে আসছে প্লাস্টিক নোট?

গত কয়েক মাস ধরেই অসুস্থ রয়েছেন তিনি। বর্তমানে সুষমা স্বরাজ ভর্তি রয়েছে হাসপাতালে। বদল করতে হবে তাঁর কিডনি। তা শুনে ইতিমধ্যেই এক ব্যক্তি নিজের কিডনি দিয়েছেন তাঁকে। সেই কিডনিই আগামিকাল পরিবর্তন করা হবে।

আগামিকালের এই অপারেশনে সার্জেনরা ছাড়াও অন্য বিভাগের চিকিত্‍সকরা থাকছেন।

Read More