Home> দেশ
Advertisement

MK Stalin: করোনা পজিটিভ, হাসপাতালে ভর্তি তামিল নাডুর মুখ্যমন্ত্রী স্টালিন

মঙ্গলবার ট্যুইট করে এমকে স্টালিন (MK Stalin) জানান, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং আইসোলেশনে রয়েছেন। 

MK Stalin: করোনা পজিটিভ, হাসপাতালে ভর্তি তামিল নাডুর মুখ্যমন্ত্রী স্টালিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তি হলেন তামিল নাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন (MK Stalin)। দু'দিন আগে করোনায় (Corona) আক্রান্ত হন তিনি। কাবেরী হাসপাতালে চিকিৎসাধীন ডিএমকে (DMK) নেতা।

মঙ্গলবার ট্যুইট করে এমকে স্টালিন (MK Stalin) জানান, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং আইসোলেশনে রয়েছেন। এরপর বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। গত কয়েকদিন ধরেই তামিল নাডুর মুখ্যমন্ত্রীকে মাস্ক ছাড়া ঘুরতে দেখা গিয়েছিল। 

১১ এবং ১২ জুলাই একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টালিন (MK Stalin)। ৮ ও ৯ জুলাই একটি সরকারি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)

Read More