Home> দেশ
Advertisement

Taslima Nasrin On Bengali Language: বাংলা ভাষা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম নামের অখণ্ড বাংলার ভাষা, এর কোনও শাখা নেই! মুখ খুললেন তসলিমা

Taslima Nasrin On Bengali Language: বাংলা ভাষা বলে কিছু নেই বলে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর দাবি, 'জন গণ মণ, মূলত ব্রাহ্ম স্তোত্র হিসেবে রচিত। জন গণ মণ সংস্কৃত বাংলায় লেখা হয়েছিল

Taslima Nasrin On Bengali Language: বাংলা ভাষা উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম নামের অখণ্ড বাংলার ভাষা, এর কোনও শাখা নেই!  মুখ খুললেন তসলিমা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি শাসিত রাজ্যে শুধু বাঙালি নয় বাংলা ভাষার উপরে আগ্রাসন শুরু হয়েছে। কোথাও উচ্ছেদ, কোথাও পুলিসের অত্যাচারের চোটে ভিন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলার শ্রমিকরা। নাগরিকত্বের প্রমাণে একাধিক নথি দেখানের পরও শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাঙালি শ্রমিকদের রাজ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশেও। এবার শুরু হয়েছে ভাষা সন্ত্রাস। এনিয়ে সরব হলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি দিল্লি পুলিসের একটি চিঠিতে বাংলা ভাষাকে 'বাংলাদেশি ভাষা' বলে উল্লেখ করা হয়েছে। আট বাংলাভাষি মানুষকে গ্রেফতার সম্পর্কিত একটি চিঠিতে দিল্লি পুলিসের তরফে লেখা হয়েছে, ওই ৮ বাংলাদেশিকে উপযুক্ত পাসপোর্ট ও ভিসা না থাকার কারণে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয়পত্র যে 'বাংলাদেশি' ভাষায় লেখা রয়েছে তা হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন। দিল্লি পুলিসের ওই ভাষা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে বাংলা ভাষা বলে কিছু নেই বলে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর দাবি, 'জন গণ মণ, মূলত ব্রাহ্ম স্তোত্র হিসেবে রচিত। জন গণ মণ সংস্কৃত বাংলায় লেখা হয়েছিল । দিল্লি পুলিস অনুপ্রবেশকারীদের ভাষাকে বাংলাদেশি বলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা শুধু বিভ্রান্তিকরই নয়, বিপজ্জনকভাবে উসকানিমূলকও'। তাঁর দাবি, বাংলা বলে কোনও ভাষাই নেই। বাঙালি বলতে জাাতিসত্তাকে বোঝায়, এটা ভাষাগত অভিন্নতা নয়'।

এবার বাংলা ভাষার হয়ে কলম ধরলেন। বিশিষ্ট লেখিকা তাঁর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন,  উর্দুকে যেমন পাকিস্তানি ভাষা বলা হয়,  বাংলাকেও তেমন 'বাংলাদেশি ভাষা' বলা হচ্ছে। অথচ উর্দু ভারতের উত্তর প্রদেশের ভাষা, বাংলাও তেমন বঙ্গের ভাষা,  যে বঙ্গে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মহাসমারোহে উপস্থিত।  বঙ্গটা ভঙ্গ হয়েছে, এই যা সমস্যা। কিন্তু ভাষার তো ভাঙ্গন ঘটেনি। ভাষায় কাঁটাতার বসানো যায় না। শুদ্ধ বাংলা, অশুদ্ধ বাংলা, শহুরে বাংলা, গ্রামীণ বাংলা, কিতাবি বাংলা, কথ্য বাংলা, সাধু বাংলা চলিত বাংলা -- সকলে মিলে মিশে বেশ আছে।'

আরও পড়ুন-ম্যাট্রিক পাশ শিবু সোরেনের মোট সম্পত্তি ৭ কোটি ছাড়িয়ে... বাড়িই ৫ কোটির! সেভিংসে আছে...

আরও পড়ুন-'বাংলা বলে কোনও ভাষাই নেই', বিজেপির IT সেলের প্রধানের মন্তব্যে তুলকালাম..
 
তসলিমা আরও লিখেছেন,  'ইংরেজি  ভাষার মতো  ফরাসি ভাষা বিভিন্ন দেশের জাতীয় ভাষা। ফ্রান্স, কানাডা , মার্টিনিক, সুইৎজারল্যাণ্ড, ক্যামেরুন,  রুয়ান্ডা,  মাদাগাস্কার ইত্যাদি  দেশের মানুষ ফরাসি ভাষায় কথা বলে। দেশগুলো গায়ে গায়ে লাগানো নয়, তাছাড়া প্রতিটি দেশেই  ফরাসি উচ্চারণ ভিন্ন।  তারপরও ফরাসি ভাষাকে 'ফরাসি ভাষা'ই বলা হয়।  আইভরি কোস্টের ভাষা, সেনেগালের ভাষা, বেনিনের ভাষা, ফ্রান্সের ভাষা তো বলা হয় না। তবে বাংলাকে কেন বাংলাদেশি ভাষা বলে ডাকা হচ্ছে? বাংলাদেশের জন্ম ৫৪ বছর আগে, আর বাংলা ভাষার জন্ম হাজার বছর আগে! কেন পুরোনো একটি ভাষা নতুন একটি দেশ দিয়ে পরিচিত হবে! বাংলা ভাষা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নামের অখণ্ড বাংলার ভাষা। এর আর কোনও শাখা নেই।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More