নিজস্ব প্রতিবেদন: হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার পর সেখানে অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করে কেন্দ্র। তবে তা ওই ভাঙার কাজ শুরু হয়েও তা থমকে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এদিকে ওইসব দখলদারি হঠানোর উদ্যোগকে নিশানা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
দখলদারি হঠাতে কেন্দ্রের ওই উদ্যোগকে নিশানা করে তেজস্বী যাদব টুইট করেছেন, ভারত-চিন সীমান্তে ভারতীয় সীমানায় দুটি গ্রাম গড়ে তুলেছে চিন সরকার। কিন্তু সেসব ভাঙাতো দূরের কথা। এনিয়ে দুটো কথাও বলতে পারেনি কেন্দ্র। জাতপাত দেখেই কি বুলডোজার চালাচ্ছে কেন্দ্র? নাকি কেন্দ্র দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের উপরেও নজর রাখবে? জাহাঙ্গীরপুরীতে যদি দখলদারি হয়ে থাকে তাহলে এতদিন কী করছিল কেন্দ্র?
উল্লেখ্য, জাহাঙ্গীরপুরীতে অবৈধ দখলদারি হঠাতে রাস্তার ধারের ঘরবাড়ি ভাঙা শুরু করেছিল উত্তর দিল্লি পুরসভা। কিন্তু বুধবার সেই কাজ শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে তা বন্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন-বাইক চুরি সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে ৪ দিন শিকলবন্দি করে 'অত্যাচার' ব্যবসায়ীর