Home> দেশ
Advertisement

SBI fixed Deposit Rate: আর কত? মধ্যবিত্তের মেরুদণ্ডে চোট এসবিআই-এর, একমাসে ২ বার সুদ কমল আমানতে! এখন পাবেন...

SBI Fixed Deposire Interest rate: এসবিআই জানিয়েছে, নতুন নিয়মে গ্রাহকেরা এফডিতে বার্ষিক ৩.৩ শতাংশ থেকে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন। তিন কোটি টাকার নীচে লগ্নিতে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য সুদের হার কিছুটা বেশি। বিশেষ স্থায়ী আমানত প্রকল্পকে অবশ্য এই সুদের হারের আওতার বাইরে রেখেছেন স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

SBI fixed Deposit Rate: আর কত? মধ্যবিত্তের মেরুদণ্ডে চোট এসবিআই-এর, একমাসে ২ বার সুদ কমল আমানতে! এখন পাবেন...

রাজীব চৌধুরী: 

১৬ মে থেকে SBI-র ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। ১৬ মে থেকে নতুন হার চালু হয়েছে। ৩ কোটি টাকার নিচে সাধারণ মানুষের ও প্রবীণ নাগরিকদের জন্য এই হার কমেছে ২০ বেসিস পয়েন্ট। এখন ২ থেকে ৩ বছরের জমায় মিলবে ৬.৭% সুদ, ৩ থেকে ৫ বছরে ৬.৫৫% এবং ৫ থেকে ১০ বছরে ৬.৩%। ১ থেকে ২ বছরের জন্য সুদ ৬.৫%। ‘অমৃত বৃ্ষ্টি’ (৪৪৪ দিন) স্কিমে সুদ কমে হয়েছে ৬.৮৫%। প্রবীণ ও ৮০ বছরের বেশি বয়সিদের জন্য অতিরিক্ত সুবিধা থাকছে। গত মাসেও SBI সুদের হার কমিয়েছিল। RBI এপ্রিল মাসে রেপো রেট কমিয়ে ৬% করেছে। SBI-র শেয়ার এখন ৭৯৩.৯৫ টাকায়।

এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank)। স্থায়ী আমানতে (FD Interest Rates) শূন্য দশমিক ২ শতাংশ সুদের হার কমিয়েছে SBI, ১৬ মে থেকে কার্যকর করা হয়েছে নতুন সুদের হার। সাধারণ ও প্রবীণ নাগরিক উভয় ক্ষেত্রেই কমেছে এই সুদের হার।

আরও পড়ুন:   Youtuber Jyoti Malhotra: লোকাল ট্রেনে চেপেই বারাকপুরের দাদাবৌদির বিরিয়ানি! 'বেইমান' জ্যোতির বঙ্গসফর ফাঁস...

আরও পড়ুন: Lashkar-e-Taiba chief Commander Saifulla Killed in Pakistan: খতম লশ্কর শীর্ষনেতা! পাকভুমিতেই বধ ভারতে তিনটি বড় নাশকতায় ‘মূলচক্রী’...

কী বলছে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট

SBI-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যাঙ্কের সব স্থায়ী আমানতের স্কিমে এই নতুন ২০ বিপিএসের সুদের হার কমানোর ঘোষণা বাস্তবায়িত হবে। ব্যাঙ্কের সাম্প্রতিক সুদ কমানোর অতীত বলছে, গত মাসেই ফিক্সড ডিপোজিটে সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ১৫ এপ্রিল এই সুদ কমিয়েছিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক। ঠিক একমাস পরই আবার সেই পথেই হাঁটল SBI ।

গত ১৫ এপ্রিল শেষ বার স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছিল এই ব্যাঙ্ক। গত একমাসে এই নিয়ে দু'বার স্থায়ী আমানতে সুদের হার কমাল SBI

কোন কোন ক্ষেত্রে এই সুদের হারে বদল
স্টেট ব্যাঙ্কের সকল মেয়াদে ২০ বিপিএস হ্রাসের পর এসবিআই সাধারণ নাগরিকদের জন্য ৩ কোটি টাকার কমে বার্ষিক ৩.৩০% থেকে ৬.৭০% (বিশেষ এফডি ছাড়া) এফডি সুদের হার অফার করছে। এর আগে এসবিআই ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের জন্য বার্ষিক ৩.৫০% থেকে ৬.৯% (বিশেষ এফডি আমানতের সুদের হার ছাড়া) সুদের হার অফার করেছিল। 

মেয়াদ-দিনকাল         নতুন সুদের হার
৭-৪৫                             ৩.৩
৪৬-১৭৯                         ৫.৩
১৮০-২১০                       ৬.০৫
২১১-১ বছর                    ৬.৩
১-২ বছর                        ৬.৫
২-৩                              ৬.৭
৩-৫                              ৬.৫৫
৫-১০                            ৬.৩    

অমৃত বৃষ্টি স্কিম: এসবিআই-এর বিশেষ এফডি স্কিম
এসবিআই তাদের বিশেষ এফডি স্কিম অমৃত বৃষ্টিতে সুদের হার ২০ বিপিএস কমিয়েছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, "অমৃত বৃষ্টি স্কিমের একটি নির্দিষ্ট মেয়াদ ৪৪৪ দিন, যা সাধারণ জনগণের জন্য ৭.০৫% থেকে সংশোধিত হয়ে ৬.৮৫% করা হয়েছে।"

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More