Home> দেশ
Advertisement

CBSE-তে ফিরতে পারে পাশ-ফেল সিস্টেম

সিবিএসই স্কুলে দশম শ্রেণির পরীক্ষা আবশ্যিক করা নিয়ে আগামী মঙ্গলবারই হতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত।  দিল্লিতে ২৫ তারিখ ক্যাবের বৈঠক। আর সেই বৈঠকেই অন্যতম অ্যাজেন্ডা হিসেবে রাখা হয়েছে দশম শ্রেণিতে পরীক্ষা আবশ্যিক করার বিষয়টি।

CBSE-তে ফিরতে পারে পাশ-ফেল সিস্টেম

ওয়েব ডেস্ক : সিবিএসই স্কুলে দশম শ্রেণির পরীক্ষা আবশ্যিক করা নিয়ে আগামী মঙ্গলবারই হতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত।  দিল্লিতে ২৫ তারিখ ক্যাবের বৈঠক। আর সেই বৈঠকেই অন্যতম অ্যাজেন্ডা হিসেবে রাখা হয়েছে দশম শ্রেণিতে পরীক্ষা আবশ্যিক করার বিষয়টি।

পাশাপাশি পাশ-ফেল ফেরত আনা নিয়েও সিদ্ধান্ত হতে পারে।  সে ক্ষেত্রে পঞ্চম শ্রেণির পর থেকে পাশ-ফেল ফেরত আনার পক্ষে একাধিক রাজ্য মত দিয়েছে। এই মুহূর্তে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল প্রথা নেই।

আরও পড়ুন, ডেঙ্গি রোগীর তাণ্ডবে মরণাপন্ন দুই নার্স, গুরুতর আহত এক  

Read More