Home> দেশ
Advertisement

Karnataka: 'স্বেচ্ছামৃত্যু'! কর্ণাটকে 'মৃত্যুর অধিকার' নীতি চালু হল 'সুপ্রিম' নির্দেশ মেনে...

Karnataka: এখন রোগী পারবেন 'স্বেচ্ছামৃত্যু'। কিছু সহজ পদ্ধতিতেই মিলবে মুক্তি। কিন্তু কীভাবে এবং কোথায়? 

Karnataka: 'স্বেচ্ছামৃত্যু'! কর্ণাটকে 'মৃত্যুর অধিকার' নীতি চালু হল 'সুপ্রিম' নির্দেশ মেনে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার থেকে মিলবে 'স্বেচ্ছামৃত্যু'। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এবার থেকে এই নতুন নীতি চালু হল। এই নতুন নীতিতে বলা হয়েছে, যেসব রোগীর আর কোনরকমের রোগ নিরাময়ের সম্ভাবনা নেই বা বলা চলে লাইফ সাপোর্টে থাকাকালীনও সুস্থ হওয়ার কোনরকমের সম্ভাবনা নেই তাঁদের ক্ষেত্রে এই নীতি লাগু হবে। কর্ণাটক স্বাস্থ্য দপ্তর শীর্ষ আদালতের এই নির্দেশিকা কার্যকর করেছে। 

আরও পড়ুন: টানা অষ্টমবারের জন্য বাজেট পেশ নির্মলার! নিয়ন্ত্রণে আসবে চড়া বাজারমূল্য?

যদিও যে কোনও রোগী চাইলেই 'স্বেচ্ছামৃত্যু' পাবেন না। নিয়ম অনুসারে, দুটি মেডিক্যাল পর্যবেক্ষণের পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বলা হয়েছে, প্রথমে তিনজন চিকিৎসকের প্রাইমারি বোর্ড রোগীকে দেখবেন। তারপর যদি রোগীর বেঁচে থাকার কোনরকমের সম্ভাবনা না থাকে তাহলে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা এবং পর্যালোচনা। সেখানেই দ্বিতীয় মেডিক্যাল বোর্ডে থাকবেন আরও তিনজন চিকিৎসক এবং একজন সরকারের চিকিৎসক নিযুক্ত থাকবেন। এবং সেই দুটি রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

কর্ণাটক সরকার পাশাপাশি নিয়ে এসেছে অ্যাডভান্স মেডিক্যাল ডিরেক্টিভ (AMD), যেখানে রোগী জানাতে পারবেন। কীভাবে শেষ মুহূর্তে তিনি নিজের চিকিৎসা করাবেন। যদিও এই 'স্বেচ্ছামৃত্যু'র গোটা প্রক্রিয়া নির্ভর করবে রোগীর পরিবারের উপর। তাঁরা আবেদন জানালেই প্রক্রিয়া শুরু হবে। 

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডু রাও তিনি জানিয়েছেন, 'আমাদের কর্ণাটক স্বাস্থ্য দপ্তর, একটি ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের নির্দেশে লাগু করল। পাশাপাশি সরকারের এই পদক্ষেপ রোগী এবং তাঁর পরিবারকে রেয়াই দেবে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More