ওয়েব ডেস্ক: ১ এপ্রিল থেকে আপনাকে এপ্রিল ফুল করে দাম বাড়তে চলেছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। কোন কোন জিনিসের দাম বাড়ছে, জেনে নিন একঝলকে। তবেই ১ এপ্রিল দোকানে কেনাকাটা করতে গিয়ে এপ্রিল ফুল হতে হবে না।
১) সিগারেট।
২) পান মশলা।
৩) সিগার।
৪) বিড়ি।
৫) কাজু বাদাম।
৬) চিবানো তামাক।
৭) এলইডি ল্যাম্প।
৮) রুপোর কয়েন।
৯) চিউইং টোব্যাকো।
১০) অ্যালুমিনিয়াম ওরস এবং কনসেনট্রেটস।
১ এপ্রিল থেকেই মহার্ঘ হতে চলেছে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি।