Home> দেশ
Advertisement

কবে বিয়ে করছেন? মুখ খুললেন রাহুল গান্ধী

কবে বিয়ে করছেন? মুখ খুললেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন: সাতচল্লিশ বসন্ত পার করেছেন ইতিমধ্যে। কিন্তু এখনও বাঁধা হয়নি গাঁটছড়া! দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তালিকায় সলমন খানের সঙ্গে রয়েছেন তিনিও। কংগ্রেসের যুব নেতা কবে সাত পাকে বাঁধা পড়বেন? বা পাত্রী ঠিক করে রেখেছেন কি? তা নিয়ে জল্পনা রয়েছে কংগ্রেসের অন্দরেই। সেই প্রশ্নেরই জবাব দিলেন রাহুল গান্ধী।

একটি অনুষ্ঠানে বক্সার বিজেন্দ্র সিংয়ের প্রশ্নের জবাবে রাহুল বলেন, ''যখন হবে, তখন হবে। আমি ভাগ্যে বিশ্বাস করি।''

রাহুল আরও দাবি করেছেন, তিনি নিয়মিত শরীরচর্চা করেন, সাঁতার কাটেন এবং দৌড়ন। এমনকি মার্শাল আর্টে তাঁর ব্ল্যাক বেল্টও রয়েছে। কিন্তু নিজের ঢাক পেটাতে ভালবাসেন না তিনি।


আরও পড়ুন, পড়ন্ত বিকেলে প্রধানমন্ত্রীর ফোন, চমকে গেলেন সাধারণ দোকানি

 

Read More