জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে এমনও রাজ্যে রয়েছে যেখানে কোনও ট্যাক্স লাগে না। আয়কর দেওয়া দেশের মানুষের মৌলিক কর্তব্য হলেও সিকিমের মানুষকে কোনও ট্যাক্স দিতে হয় না। কোটিপতিরাও এখানে থাকেন নিশ্চিন্তে।
কেন এমন নিয়ম? এর সঙ্গে আইনি বিষয় জড়িয়ে রয়েছে। ১৯৭৫ সালে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়। তখন সিকিমকে বিশেষ এই সুবিধে দেওয়া হয়। সংবিধানের ৩৭১ এফ ধারা অনুযায়ী সিকিমের মানুষকে বেশকিছু সুবিধা দেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছে এই করছাড়ও।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এখনও সিকিম তার পুরনো আয়কর আইন মেনে চলে। ওই আইন তৈরি হয়েছিল ১৯৪৮ সালে। সেই নিয়ম এখনও চলে আসছে। ভারতের সঙ্গে সিকিম যুক্ত হওয়ার পর ঠিক হয়েছে সিকিমের স্থায়ী বাসিন্দাদের কোনও ট্যাক্স দিতে হবে না। ফলে সিকিমের মানুষ কোটি টাকা আয় করলেও তাদের কোনও ট্যাক্স দিতে হয় না।
আরও পড়ুন-এ কী ভয়ংকর পথ বেছে নিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে আমগাছ থেকে...
কারা ট্যাক্স ছাড় পান
সিকিমের স্থায়ী বাসিন্দা।
বাইরে থেকে যারা এসে সিকিমের বাসিন্দা হয়েছেন তারা এই সুযোগ পান না।
সিকিমের কোনও মানুষ যদি অন্য রাজ্যে গিয়ে আয় করেন তাহলে তাদের ট্যাক্স দিতে হবে।
আরও পড়ুন- আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, লাফ দিয়ে কমপক্ষে ৫ ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
বিতর্ক
সিকিমের ট্যাক্স ছাড় দেওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়েছে। কেউ কেউ বলে থাকেন এটি দেশের ট্যাক্স নীতির বিরোধী। তবে সিকিমের মানুষ মনে করেন এটা তাদের অধিকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)