জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল থেকে সরাতে হবে মুসলিম প্রধান শিক্ষককে। তার জন্য মারাত্মক কাণ্ড করল এলাকার ৩ যুবক। সরকারি ওই স্কুলের জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দিল যুবকরা। স্কুলে এসে জল খেয়ে বহু ছাত্র অসুস্থ হয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড় কিছু ঘটেনি। জুলাইয়ের ১৪ তারিখ নাগাদ ওই ঘটনায় প্রবল ধর্মীয় উত্তেজনা তৈরি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলায়।
ওই ঘটনায় পুলিস ৩ জনকে গ্রেফতার করেছে। তার মধ্য়ে রয়েছে শ্রীরাম সেনা-র তালুক প্রেসিডেন্ট সাগর পাটিল। পুলিসের ধারনা স্কুলের ওই মুসলিম প্রধান শিক্ষককে সরাতেই তারা ষড়যন্ত্র করে জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দিয়েছিল।
জল বিষ মিশিয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এই শিবের দেশে কীভাবে একজন মানুষে পানীয় জলে বিষ মিশিয়ে দিতে পারে! এখনও বিষয়টি বিশ্বাস করতে পারছি না।
বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুতালিক কি ওই ভয়ংকর ঘটানার দায় নেবেন? বি ওয়াই বিজেয়েন্দ্র কি কোনও দায় নেবেন?
আরও পড়ুন-মাসের শুরুতেই সুখবর! রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমল প্রায় ১০০ টাকা
আরও পড়ুন- মুম্বই-আমদাবাদ রুটে বুলেট ট্রেন ছুটবে কবে, জানালেন রেলমন্ত্রী, সর্বোচ্চ গতি কত?
সিদ্দারামাইয়া বলেন, যে কোনও ধরনের ধর্মীয় উন্মাদনা, কট্টরপন্থা যে কোনও সামাজের জন্যই বিপজ্জনক। রাজ্যে যে উগ্র ধর্মীয় বক্তব্য দেওয়া হচ্ছে এবং ধর্মীয় উন্মাদনা ছড়ানো হচ্ছে তার উপরে নজর রাখার জন্য একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করেছে। আইনের আওতায় থেকে এই ধরনের উন্মাদনার বিরুদ্ধে যা করার সরকার তা করবে। সাধারণ মানুষ এনিয়ে সচেতন হয়েছেন। তারা এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করছেন।
এদিকে, এরকমই এক ঘটনা ঘটেছে এক সরকারি প্রাইমারি স্কুলে। গত ১ অগাস্ট রাজ্যের শিবগঙ্গা জেলায় হুভিনাকোনে গ্রামে একটি প্রাইমারি স্কুলের জলের ট্যাঙ্কে কীটনাশক মিশিয়ে দেওয়া হয়। বিষয়টি নজরে আসে স্কুলের এক মিড ডে মিলের কর্মীর। তিনি জলের মধ্যে কটূ গন্ধ পেয়ে শিক্ষকদের জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিসকে জানানো হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)