জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন মহাদেব-এ পহেলগাঁওয়ে হামলাকারী ৩ লস্কর জঙ্গিকে খতম করেছে সেনা। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শ্রীনগরের উপকন্ঠে একটি জঙ্গলঘেরা এলাকায় সেনার সঙ্গে এনকাউন্টারে মারা যায় মুসা ওরফে সুলেইমান।
অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনায় অমিত শাহ বলেন, বৈসারন উপত্যকায় নিরীহ পর্যটকদের ধর্ম জিজ্ঞসা করে পরিবারের সামনে পর্যটকদের মেরেছিল জঙ্গিরা। সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিসের যৌথবাহিনী বৈসারন হামলায় যারা ছিল তাদের খতম করেছে। লস্কর কমান্ডার সুলেইমান শাহ, আফগান ও জিবরান পহলেগাঁও হামলায় জড়িত ছিল। যারা তাদের হামলার পর আশ্রয় দিয়েছিল তারাই তাদের সনাক্ত করেছে। ওই হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত স্থানীর বাসিন্দা, পারভেজ আহমেদ জোঠার ও বসির আহমেদকেও এনআইএ গ্রেফতার করেছে।
অমিত শাহ আরও বলেন, জঙ্গিদের যারা খাবার সরবারহ করত তাদের আগেই আটক করা হয়েছে। নিহত জঙ্গিদের শ্রীনগরে আনার পর তাদের সনাক্ত করেছে সেইসব মানুষ যারা তাদের আশ্রয় দিয়েছিল। আশা করেছিলাম বিরোধীরা সংসদের পহেলগাঁও হামলার জঙ্গিদের খতম হওয়ার কথা শুনে খুশি হবে। কিন্তু তার পরিবর্ত তাদের খুশি বলে মনে হচ্ছে না।
আরও পড়ুন- কেউ ক্যাশিয়ার, তো কেউ রেজিস্ট্রার! প্রাইমারি স্কুলেই খুদেদের 'স্টুডেন্টস ব্যাংক'...
আরও পড়ুন-নিমিশা প্রিয়ার ফাঁ*সি রদ? ভারতের আবেদনে সাড়া দিল ইয়েমেন, সত্যিটা জানুন...
কংগ্রেস নেতা পি চিদম্বরমকে নিশানা করে অমিত শাহ বলেন, হামলাকারী জঙ্গিরা যে পাকিস্তানি ছিল তার প্রমাণ আমাদের হাতে রয়েছে। পি চিদম্বরম সম্প্রতি বলেছেন হামলাকারীরা আমাদের দেশেরও হতে পারে। কিন্তু ভারতের হাতে হামলাকারীদের পাকিস্তানি হওয়ার প্রমাণপত্র রয়েছে। চিদম্বরম ওইসব জঙ্গিদের ক্লিন চিট দিতে চাইছেন। নিহত জঙ্গিদের কাছ থেকে পাকিস্তানি আইডি পাওয়া গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পকিস্তানি চকোলেট।
চিদম্বরম প্রশ্ন করেন, নিহতরা যে জঙ্গি তা কি জানা গিয়েছে? তারা কোথা থেকে এসেছিল? তারা দেশেরই হতে পারে। আপনারা কীভাবে বলছেন তারা পাকিস্তানি? পাল্টা অমিত শাহ বলেন, নিহতদের কাছ থেকে তাদের পাকিস্তানি পরিচয়পত্র পাওয়া গিয়েছে, পাকিস্তানে তৈরি চকলেট পাওয়া গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)