নিজস্ব প্রতিবেদন: গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের ইস্তফা দাবি করল তৃণমূল। তাঁকে ৭২ ঘণ্টার সময় দিলেন দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। গোয়ায় সর্বস্তরে দুর্নীতি হয়েছে অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তার পরই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব হয়েছে বিরোধীরা।
টুইটারে ভিডিয়োবার্তায় ডেরেক ও'ব্রায়েন বলেছেন,''গোয়ার সরকার দুর্নীতিগ্রস্ত। এটা বলেছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল। যিনি এখন মেঘালয়ের রাজ্যপাল। আর তাঁকে নিয়োগ করেছিল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর ইস্তফা চায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ৭২ ঘণ্টা সময় দেওয়া হল তাঁকে। আর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্ব বিচারবিভাগীয় তদন্ত করা হোক।''
EXPLOSIVE revelations by (BJP apptd) former Governor of Goa who is current Governor of Meghalaya. Openly exposing the CORRUPTION of Goa govt & CM.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 25, 2021
Trinamool demands:
Resignation of Goa CM in 72 hrs
Judicial Enquiry with retd. SC Judge into corruption#SawantMustResign pic.twitter.com/th1EMYv7se
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সত্যপাল মালিক জানিয়েছেন,''গোয়া সরকারের সর্বস্তরেই দুর্নীতি। লকডাউনের সময়েও খনির মালপত্র পরিবহণে ট্রাকগুলি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। আর তা কোভিড সংক্রমণ বাড়ার অন্যতম কারণ।'' এর পরই বিরোধীরা সুর চড়িয়েছে। বিরোধী দলনেতা দিগম্বর কামাথ দাবি করেছেন, অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। বিজেপির মুখপাত্র উরফান মোল্লার ব্যাখ্যা,''সত্যপাল মালিককে কেউ বিভ্রান্ত করেছেন।''
প্রসঙ্গত, এ দিনই গোয়ায় তিন মাসের সরকার মধ্যে সরকার গঠনের দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটার সভায় তিনি জানান, ''আগামী তিন মাসের মধ্যে গোয়ায় নির্বাচন। ৪০টি বিধানসভা আসন আছে। শূন্য থেকে তৃণমূল শুরু করেছে। লিখে রাখুন তিন মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে। তৃণমূলের সরকার প্রতিষ্ঠা হবে।''
আরও পড়ুন- Mamata-র গোয়া যাওয়ার আগেই জোট-কথা! TMC-র সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে GFP ও MGP