Home> দেশ
Advertisement

পর্যটন দফতর জানিয়ে দিল, বিজ্ঞাপন থেকে সরানো হয়নি আমির খানকে

বুধবার সকাল থেকেই গোটা দেশের মিডিয়াতে খবর ছিল যে, ইনক্রিডিবেল ইন্ডিয়ার বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এতদিনের মুখ এবং ব্র্যান্ড অ্যম্বাসাডর আমির খানকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেশজুড়ে অসহিষ্ণুতা নিয়ে যে ঝড় চলছে, সেই বিষয়ে মুখ খুলেছিলেন আমির। তাহলে কি, সেটারই প্রতিহিংসাস্বরূপ বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হল আমির খানকে? দেশের তাবড় মিডিয়া চ্যানেলগুলো সেই কথাই বলছিল। কিন্তু এরপরই দেশের পর্যটন মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও ঘটনাই ঘটেনি। আমির খানকে মোটেই তাদের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয়নি। বরং, পর্যটন দফতর দাবি করেছে বিজ্ঞাপনের চুক্তি রয়েছে ম্যাকক্যান ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েটিভ এজেন্সির সঙ্গে। বরং, পর্যটন দফতরের দাবি, আগামীদিনেও অতুল্য ভারতের বিজ্ঞাপনে দেখা যাবে আমির খানকে।

পর্যটন দফতর জানিয়ে দিল, বিজ্ঞাপন থেকে সরানো হয়নি আমির খানকে

ওয়েব ডেস্ক: বুধবার সকাল থেকেই গোটা দেশের মিডিয়াতে খবর ছিল যে, ইনক্রিডিবেল ইন্ডিয়ার বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এতদিনের মুখ এবং ব্র্যান্ড অ্যম্বাসাডর আমির খানকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেশজুড়ে অসহিষ্ণুতা নিয়ে যে ঝড় চলছে, সেই বিষয়ে মুখ খুলেছিলেন আমির। তাহলে কি, সেটারই প্রতিহিংসাস্বরূপ বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হল আমির খানকে? দেশের তাবড় মিডিয়া চ্যানেলগুলো সেই কথাই বলছিল। কিন্তু এরপরই দেশের পর্যটন মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও ঘটনাই ঘটেনি। আমির খানকে মোটেই তাদের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয়নি। বরং, পর্যটন দফতর দাবি করেছে বিজ্ঞাপনের চুক্তি রয়েছে ম্যাকক্যান ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েটিভ এজেন্সির সঙ্গে। বরং, পর্যটন দফতরের দাবি, আগামীদিনেও অতুল্য ভারতের বিজ্ঞাপনে দেখা যাবে আমির খানকে।

Read More