Home> দেশ
Advertisement

Delhi: মর্মান্তিক মৃত্যু একরত্তির! মলের এস্কেলেটর থেকে সোজা গ্রাউন্ডে...

Delhi: সোজা উপর থেকে নীচে। একরত্তির মর্মান্তিক পরিণতি। চোখের নিমেষেই সব শেষ। সিনেমা দেখতে যাওয়াই হল কাল।

Delhi: মর্মান্তিক মৃত্যু একরত্তির! মলের এস্কেলেটর থেকে সোজা গ্রাউন্ডে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিল সিনেমা দেখতে। কিন্তু মলে সিনেমা দেখতে যাওয়াই হল কাল। মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হল এক শিশুকে। চলমান সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় পরিবারের একরত্তি সদস্য ৩ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে  দিল্লির তিলকনগরের ঘটনা। ওই এলাকার তিলকনগরের প্যাসিফিক মলে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসার আগেই মেয়েকে গুলি করে খুন বাবার! প্রেম? নাকি...

পশ্চিম দিল্লির ডিসিপি বিচিত্রা বীর জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বিকেল ৫টে বেজে ৪৫ মিনিটে। পরিবারের লোকেরা ওই সময় সিনেমার টিকিট কাটছিল। ওই শিশুর সঙ্গে ছিলেন তার মা এবং পরিবারের বাকি মহিলা ও অন্য শিশুরা এসেছিল। 

আরও পড়ুন: হিমাচলের হোটেলে ধর্ষণ! হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার

ডিসিপি আরও জানিয়েছেন, নিহত শিশুর নাম বিশাল। সে চলমান সিঁড়ির হ্যান্ডেল ধরে খেলছিল। সেই সময় নিজের ভারসাম্য সামলাতে না পেরে সোজা পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। মলের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার মুহূর্তের ঠিক কী কী ঘটেছিল সেই সম্পর্কে জানা যায়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More