Home> দেশ
Advertisement

ফের বেলাইন ট্রেন, এবার মুম্বইতে কুরলা-অম্বরনাথ লোকাল

ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল কুরলা-অম্বরনাথ লোকাল। কল্যাণ থেকে ভিত্থলওয়ারির মাঝে লাইনচ্যুত হয় ট্রেনের ৫টি কামরা।

ফের বেলাইন ট্রেন, এবার মুম্বইতে কুরলা-অম্বরনাথ লোকাল

ওয়েব ডেস্ক : ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল কুরলা-অম্বরনাথ লোকাল। কল্যাণ থেকে ভিত্থলওয়ারির মাঝে লাইনচ্যুত হয় ট্রেনের ৫টি কামরা।

সকাল ৬টা নাগাদ ঘটনা। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে কল্যাণ থেকে কারজাতের সমস্ত ট্রেন। একটি ট্রেন বাতিল হয়েছে। একটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। গতকালও কানপুরের কাছে শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেসের ১৫টি কামরা লাইনচ্যুত হয়। গতি কম থাকায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। জখম হন ৬৫ জন যাত্রী।

আরও পড়ুন, অন্তরা খুনের তদন্তে নয়া মোড়, পুলিসের স্ক্যানারে এবার এক পুরনো বন্ধু!

Read More