Home> দেশ
Advertisement

২৬/১১র স্মৃতি মনে পড়লেই ৭ বছর পরেও আঁতকে উঠছে মুম্বই

আজ ২৬/১১র সপ্তম বার্ষিকী। জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুম্বইয়ের মেরিন ড্রাইভে পুলিস জিমখানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহারাষ্ট্র সরকার।

২৬/১১র স্মৃতি মনে পড়লেই ৭ বছর পরেও আঁতকে উঠছে মুম্বই

ওয়েব ডেস্ক: আজ ২৬/১১র সপ্তম বার্ষিকী। জঙ্গি হামলায় নিহতদের স্মরণে মুম্বইয়ের মেরিন ড্রাইভে পুলিস জিমখানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহারাষ্ট্র সরকার।

২৬/১১ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ সহ মন্ত্রিসভার একাধিক সদস্য। ছিলেন মুম্বইয়ের পুলিস কমিশনার আহমেদ জাভেদ সহ পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন হামলায় নিহতদের পরিবারের সদস্যরা। যার মধ্যে ছিলেন মহারাষ্ট্রের এটিএস প্রধান হেমন্ত কারকারে, মুম্বইয়ের অতিরিক্ত পুলিস কমিশনার অশোক কামতে এবং পুলিস অফিসার বিজয় সালাসকর। এছাড়া শহীদ হন মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণ।

৭ বছর আগে এই দিনেই বাণিজ্য নগরীতে হামলা চালায় ১০ জন পাক জঙ্গি। ২০০৮ সালের ২৬ নভেম্বর শুরু হয়ে প্রায় ২দিন ধরে চলেছিল হামলা। হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। ছত্রপতি শীবাজি টার্মিলান, দ্য তাজ মহল প্যালেস এবং টাওয়ার, ওবেরয়ে ট্রিডেন্ট, কামা হাসপাতাল, নরিম্যান হাউজ প্রভৃতি স্থানগুলিতে হামলা চালানোর ছক কষেছিল জঙ্গিরা। এরপরে একমাত্র আজমল কাসবকে জীবিত অবস্থায় ধরতে পারা যায়। যার প্রায় ৪ বছর পড়ে ফাঁসি দেওয় আহয় তাকে।

মুম্বই হামলার সপ্তম বর্ষ উপলক্ষ্যে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ২৬/১১ দুহাজার আটে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের উদ্দেশে আমার নীরব প্রার্থনা।

 

Read More