Home> দেশ
Advertisement

Tripura Shocker: ভরা ক্লাসে ফার্স্ট গার্লের মুখে টিচার ছুঁড়লেন উত্তরপত্র! অপমান সহ্য করতে না পেরে বাড়ি এসেই...

Student Death: শিক্ষকের কটুক্তিতে অপমানে ভেঙে পড়ে তৃষা। ছাত্রীর পরিবার অত্য়ন্ত দুঃস্থ। মেয়ের শেষকৃত্য করার পয়সাটুকুও জোগাড় করতে পারেনি দরিদ্র বাবা। 

Tripura Shocker: ভরা ক্লাসে ফার্স্ট গার্লের মুখে টিচার ছুঁড়লেন উত্তরপত্র! অপমান সহ্য করতে না পেরে বাড়ি এসেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ক্লাস টেনের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তোলপাড় এলাকায়। কারণ শিক্ষকের অপমান সহ্য হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃষা মজুমদার নামের ওই ছাত্রী সোনাপুর হাইয়ার সেকেন্ডারি স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে ক্লাস টপার ছিল। অভিযোগ, জীববিজ্ঞান শিক্ষিকা বীণা দাস পাতারী তাকে নকলের অভিযোগে প্রকাশ্যে অপমান করেন। শিক্ষিকা তার উত্তরপত্র মুখে ছুঁড়ে মারেন। সকলের সামনে কটূক্তিও করেন।  

আরও পড়ুন, Pune engineer Death: জীবনে কিছুই করতে পারলাম না! সরি বাবা... বলেই অফিসের ৭ তলা থেকে ঝাঁ*প তরুণ IT ইঞ্জিনিয়ারের...

ত্রিপুরায় ছাত্রী শিক্ষকের এই অপমান সইতে না পেরে সে এই চরম পদক্ষেপ নেয় বলে অভিযোগ। যদিও তৃষার উত্তরগুলো সঠিক ছিল। সহপাঠীদের মতে, সে বাড়ি ফিরে বিষ খায়। ঘটনাটি ঘটে ২৪ জুলাই সন্ধ্যায় বিলোনিয়া মহকুমার অন্তর্গত বারপাথারী-সোনাপুর এলাকায়। ১৫ বছরের তৃষাকে প্রথমে বারপাথারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তারপর শান্তিরবাজার জেলা হাসপাতালে এবং পরবর্তীতে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই একদিন পর তার মৃত্যু হয় বলে জানায় পুলিস।

তৃষার পরিবারের তরফে রাজনগর পি.আর. বাড়ি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তৃষার পরিবার অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত। তার বাবা একজন দরিদ কৃষক, যার পক্ষে মেয়ের মৃতদেহ বাড়িতে এনে শেষকৃত্য করা পর্যন্ত সম্ভব হয়নি। পরবর্তীতে প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলার জিবি হাসপাতালে গিয়ে তৃষার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সাহায্যও প্রদান করেন। 

আরও পড়ুন, Surat Horror: বন্ধুদের নিয়ে স্ত্রীর উপর অকথ্য যৌনাচার! তারপর হাত-পা বেঁধে...ভয়ংকর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More