নিজস্ব প্রতিবেদন : পরীক্ষার প্রশ্নপত্রে ভুল বানান থাকায় চাকরি খোয়ালেন দুই শিক্ষিকা। রাজস্থান মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিনে ক্লাস টেনের হাফ ইয়ার্লি পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্রে ভুল থাকার কারণেই পর্ষদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জরিমানা ধার্য করা হয়েছে যেখানে প্রশ্নপত্র ছাপানো হয়েছিল।
জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি লেখায় কয়েকটি বানান ভুল দেখতে পাওয়া যায়। এরপরই পর্ষদের তদন্তে উঠে আসে এক শিক্ষিকার নাম। তিনিই প্রশ্নপত্রটি তৈরি করেন। সেই সঙ্গে কোপ পড়ে আরও এক শিক্ষিকার ওপর। প্রশ্নপত্র তৈরির পর তিনি তা রিভিও করেন। জয়পুর জেলা শিক্ষা দফতরের প্রধান বলেন, ওই দুই শিক্ষিকার পাশাপাশি যেখান থেকে প্রশ্নপত্রটি ছাপা হয়েছিল তাদের তরফেও বেশ কয়েকটি ভুল লক্ষ করা গেছে।
প্রসঙ্গত, রাজস্থানজুড়ে মধ্যশিক্ষাস্তরে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
আরও পড়ুন- টিভি, মোবাইল সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জামের ওপর চাপল আমদানি শুল্ক