Home> দেশ
Advertisement

কর্তব্যরত পুলিসকর্মীর থেকে AK-47 রাইফেল ছিনিয়ে নিল দুই জঙ্গি

ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের বারামুল্লাতে। এক পুলিস আধিকারিকের কাছ থেকে AK-47 রাইফেল ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই জঙ্গির বিরুদ্ধে। তবে, এই ঘটনার পর এক জঙ্গিকে পুলিস ধরে ফেললেও, রাইফেলটি নিয়ে অপর জঙ্গি সেখানে থেকে পালিয়ে যায়।

কর্তব্যরত পুলিসকর্মীর থেকে AK-47 রাইফেল ছিনিয়ে নিল দুই জঙ্গি

ওয়েব ডেস্ক : ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের বারামুল্লাতে। এক পুলিস আধিকারিকের কাছ থেকে AK-47 রাইফেল ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই জঙ্গির বিরুদ্ধে। তবে, এই ঘটনার পর এক জঙ্গিকে পুলিস ধরে ফেললেও, রাইফেলটি নিয়ে অপর জঙ্গি সেখানে থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন- ৩ দিন পেরিয়ে এখনও বাংলাদেশের সিলেটে চলছে 'অপারেশন টোয়াইলাইট'

জানা গেছে, আজ ভোরে বারামুল্লার তাওই ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। সেখানে কর্তব্যরত ওই পুলিসকর্মী ওপর চরাও হয় দুই জঙ্গি। জোর করে রাইফেল ছিনিয়ে নেয় তারা। সেই সময় ধস্তাধস্তিতে আহত হন ওই পুলিসকর্মী। তাঁকে চিকিত্‍সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পর থেকে বারামুল্লাজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। খোঁজ চলছে পালিয়ে যাওয়া জঙ্গির। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি।

Read More