Home> দেশ
Advertisement

কর্ণাটকের উদুপি শ্রীকৃষ্ণ মঠে ইফতারের আয়োজন

ঐতিহাসিক। কর্ণাটকের উদুপি শ্রীকৃষ্ণ মঠে গত শনিবার মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য আয়োজিত হল ইফতার। উদুপি শ্রীকৃষ্ণ মঠের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা। মঠের বর্তমান স্বামীজি বিশ্বেসা তীর্থ স্বামীর উদ্যোগে আয়োজিত এই 'হারমনি ব্রেকফাস্টে' অংশ নিয়েছিলেন ১৫০ ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে 'অন্নব্রহ্ম ডাইনিং হলে' কলা, তরমুজ, আপেল, কাজুবাদাম ইত্যাদি খেয়ে উপোশ ভাঙেন তাঁরা। স্বামীজি নিজে হাতে খাবার পরিবেশন করেন। উপবাস ভাঙার পরে ওই দেড়শো জন মানুষ মন্দিরের মধ্যেই নমাজও পড়েন।

কর্ণাটকের উদুপি শ্রীকৃষ্ণ মঠে ইফতারের আয়োজন

ওয়েব ডেস্ক: ঐতিহাসিক। কর্ণাটকের উদুপি শ্রীকৃষ্ণ মঠে গত শনিবার মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য আয়োজিত হল ইফতার। উদুপি শ্রীকৃষ্ণ মঠের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা। মঠের বর্তমান স্বামীজি বিশ্বেসা তীর্থ স্বামীর উদ্যোগে আয়োজিত এই 'হারমনি ব্রেকফাস্টে' অংশ নিয়েছিলেন ১৫০ ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে 'অন্নব্রহ্ম ডাইনিং হলে' কলা, তরমুজ, আপেল, কাজুবাদাম ইত্যাদি খেয়ে উপোশ ভাঙেন তাঁরা। স্বামীজি নিজে হাতে খাবার পরিবেশন করেন। উপবাস ভাঙার পরে ওই দেড়শো জন মানুষ মন্দিরের মধ্যেই নমাজও পড়েন।

বর্তমান সময়ে ধর্মের নামে হানাহানির বিষাক্ত এই সময়ে কর্ণাটকের উদুপি শ্রীকৃষ্ণ মঠের এমন উদ্যোগ আক্ষরিক অর্থেই সাম্প্রদায়িক সম্প্রিতির ক্ষেত্রে নজির হয়ে রইল। (আরও পড়ুন- আজ খুশির ইদ)

Read More