জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'ভারতের আত্মায় আঘাত'। পহেলগাঁও জঙ্গিহানার পর এবার প্রত্যাঘাতের পালা? দিল্লিতে তত্রপরতা তুঙ্গে। সাউথ ব্লকে যখন একত্রিত হচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, তখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকর।
কাশ্মীরে গণহত্যা। পহেলগাঁওয়ে জঙ্গি হানার নিহত ২৬ জন পর্যটক। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সৌদি আরব সফর কাঁটছাঁট করে দেখে ফিরেছেন মোদী। গতকাল, বুধবার নিজের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) জরুরি বৈঠক করেন তিনি। পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রী।
আজ, বৃহস্পতিবার বিহারের মধুবনীর জনসভা থেকে মোদীর হুংঙ্কার, 'ভারতের আত্মায় আঘাত করা হয়েছে, কল্পনাতীত শাস্তি দেব। প্রতিটি জঙ্গিকে শাস্তি দেবে ভারত! ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি রয়েছে। সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের কোমর ভাঙবে ভারত'। তিনি বলেন, 'এই হামলায় কেউ নিজের ছেলে হারিয়েছেন, কেউ নিজের কাছের মানুষকে। কারও রক্তে বাংলা, কারও রক্তে মারাঠি, কেউ ওড়িশা থেকে, কেউ বিহারের গর্ব। কিন্তু আমাদের সকলের ব্যথা এক। আমাদের রাগ, আমাদের প্রতিক্রিয়া এক। এই হামলা শুধু কিছু নিরীহ ঘুরতে আসা মানুষের ওপর নয়, এটা আসলে ভারতের আত্মার ওপর হামলা। যারা এই হামলা চালিয়েছে, তারা তাদের কল্পনার চেয়েও ভয়ংকর শাস্তি পাবে'।
এদিকে পহেলগাঁওয়ে হামলার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে সাউথ ব্লকে। বিদেশমন্ত্রক সদর দফতরে ইতিমধ্য়ে আসতে শুরু করেছেন আমেরিকা, ইংল্যান্ড সৌদি আরব, ইতালি, কাতার, জাপান, চিন, র্জামানির মতো দেশের রাষ্ট্রদূতেরা।
'মিনি সুইজ়ারল্যান্ড'। চারিদিকে পাহাড় ও সবুজ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা। ব্যতিক্রম ছিল না এবছরও। ছবির মতো সুন্দর সেই বৈসরন উপত্যকা এখন যেন মৃত্যুপুরী! ঘড়িতে তখন ৩টে। মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে বৈসরন উপত্যকা হামলা চালায় জঙ্গিরা। মৃতের তালিকায় বাংলায় ৩ জন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)