জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিপিএসে ভরসাই যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। গুগল ম্যাপে অন্ধ ভরসা করে উঠেছিলেন ফাঁকা নির্মাণাধীন সেতুতে। জিপিএস ভুল নেভিগেশনে ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় গাড়ি। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ঠিকানায় পৌঁছে দেয় এই ম্য়াপ ৷ তবে এবার সেই ম্যাপে দেখানো পথে যেতে গিয়েই হল বিপত্তি ৷
আরও পড়ুন, Parliament Winter season 2024: আজ থেকে শুরু শীতকালীন অধিবেশন, আদানি প্রসঙ্গে উত্তাল হতে পারে সংসদ...
ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরৈলিতে। শনিবার নির্মীয়মাণ সেতু থেকে সোজা নদীতে পড়ে যায় গাড়ি। জানা গিয়েছে, গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। বরৈলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তাঁরা। দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০ টার দিকে। বদাউন জেলার বেরেলি থেকে দাতাগঞ্জের দিকে যাচ্ছিল গাড়িটি। চালক গুগল ম্যাপের পথ নির্দেশিকা দেখে এগিয়ে যাচ্ছিলেন। তিনি জানতেন না ব্রিজটি ভাঙা ছিল। জিপিএসে পথ নির্দেশিকা দেখে ব্রিজের ওপর উঠে পড়েছিলেন। তার ওপর ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল।
রাতের অন্ধকারে প্রবল গতিতে থাকা গাড়িটি নির্মীয়মাণ ওই সেতু থেকে ২০ ফুট নীচে পড়ে। তার জেরে মৃত্যু হল কৌশল, বিবেক ও অমিত নামে তিন আরোহীরই। বিয়ের মধ্যে ভয়াবহ এই ঘটনায় স্বাভাবিকভাবে শোকাহত গোটা পরিবার ৷ পরের দিন সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিসে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন, Salary Hike: অষ্টম পে কমিশনে বাড়বে ১৮৬ শতাংশ! সরকারি কর্মীরা ন্যূনতম বেতন পাবেন ৫০ হাজার?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)