Home> দেশ
Advertisement

অন ডিউটি বিয়ারের আসর বসাল পুলিস!

অন ডিউটি বিয়ারের আসর বসাল পুলিস। আর সেই ছবি ধরা পড়ে গেল ক্যামেরায়। উত্তর প্রদেশের এটাওয়ার ঘটনা। টহলদারিতে বেরিয়ে মনের আনন্দে বিয়ার খাচ্ছিলেন তিন পুলিস কর্মী। এক্কেবারে টহলদারি ভ্যানে বসেই। সেই ছবি ধরা পড়তেই এক পুলিস ভ্যান ছেড়ে ছুট লাগালেন। আরেক জন মুখ ঢাকলেন লজ্জায়। দেখুন-

অন ডিউটি বিয়ারের আসর বসাল পুলিস!

ওয়েব ডেস্ক : অন ডিউটি বিয়ারের আসর বসাল পুলিস। আর সেই ছবি ধরা পড়ে গেল ক্যামেরায়। উত্তর প্রদেশের এটাওয়ার ঘটনা। টহলদারিতে বেরিয়ে মনের আনন্দে বিয়ার খাচ্ছিলেন তিন পুলিস কর্মী। এক্কেবারে টহলদারি ভ্যানে বসেই। সেই ছবি ধরা পড়তেই এক পুলিস ভ্যান ছেড়ে ছুট লাগালেন। আরেক জন মুখ ঢাকলেন লজ্জায়। দেখুন-

পথে ঘাটে হেনস্থা রুখতে অ্যান্টি রোমিও স্কোয়াড গড়েছে উত্তর প্রদেশের নতুন সরকার। তার মধ্যেই এমন ছবি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই পুলিস কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। সপ্তাহের শুরুতেই  দুই মদ্যপ পুলিসের ভিডিও প্রকাশ করে হইচই ফেলে দেয় মায়াবতীর BSP। তখন ১০০ ডায়াল হেল্প লাইনের দুই মদ্যপ কর্মীর ছবি সামনে আসে।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর মোদীর কাছে 'কৃতজ্ঞ' যোগী আদিত্যনাথ!

Read More