ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। গোরক্ষপুর, মহারাজগঞ্জ, আজমগড় সহ ৭টি জেলার ৪৯ আসনে ভোট চলছে। নজরে মুলায়মের লোকসভা কেন্দ্র আজমগড়ের ১০টি আসন। ২০১২ সালে র নির্বাচনে এই ১০ টি আসনের মধ্যে ৯টিতেই জয় পেয়েছিল সমাজবাদী পার্টি। কিন্তু এবার কোনও কেন্দ্রেই ভোট প্রচার করেননি মুলায়ম।
আরও পড়ুন উত্তরপ্রদেশে ষষ্ঠ দফা ভোটের ২৪ ঘন্টা আগে বন্ধ ইন্দো-নেপাল সীমান্ত
আজমগড়ের পাশাপাশি আজ নজর রয়েছে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরেও। আজ মোট ৬৩৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। মোট ভোটার ১ কোটি ৭২ লক্ষ। অন্যদিকে মণিপুরে প্রথম দফায় ৩৮ টি আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে। ভাগ্য নির্ধারণ হচ্ছে ১৬৮ জন প্রার্থীর।
আরও পড়ুন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই জানুন বিষয়টি...