জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিন ধর্মে প্রেমে আপত্তি পরিবারের। তাই ১৭ বছরের কিশোরীকে মেরে তাকে কবর দিয়ে দিল পরিবারের লোকেরা। হাড়হিম করে দেওয়া ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই এই ঘটনায় পরিবারের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজন নাবালক। তাঁকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।
দলিত ছেলের সঙ্গে প্রেম মুসলিম কিশোরীর
পুলিস সূত্রে খবর, প্রেমের সম্পর্কের জেরে ওই কিশোরীকে তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তার মৃতদেহ গোপনে স্থানীয় একটি কবরস্থানে কবর দিয়ে দেয়। জানা গিয়েছে, ১৭ বছর বয়সী মুসলিম সম্প্রদায়ের ওই কিশোরী সমবয়সী এক দলিত ছেলের সঙ্গে সম্পর্কে জডিয়েছিল। তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ১২ জুলাই দুজনে হিমাচল প্রদেশে পালিয়ে যায়। সেখানেই ছেলেটি চাকরি করত। পরে মেয়েটির পরিবার বুঝিয়ে-সুঝিয়ে তাদের গ্রামে ফিরিয়ে আনে।
লুকিয়ে কবর মেয়েকে
এরপরই ২২ জুলাই রাতে মেয়েটির পরিবার তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর দেহ লুকিয়ে গ্রামের কবরস্থানে কবর দিয়ে দেয়। মিথ্যে দাবি করে যে, যক্ষ্মায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে। কিন্তু সন্দেহ হয় স্থানীয়দের। তারা পুলিসে খবর দেয়। পুলিস এসে জিজ্ঞাসাবাদ করতেই মেয়েটির কাকার কথায় পুলিস গুরুত্বপূর্ণ ক্লু পায়।
গ্রেফতার বাবা-কাকা-মামা-ভাই
এরপরই তদন্ত মোড় নেয়। পুলিস কবর খুঁড়ে মেয়েটির দেহ উদ্ধার করে। খুনের দায়ে গ্রেফতার করে নিহত ওই কিশোরীর বাবা, ভাই, দুই কাকা, দুই মামা এবং এক কিশোরকে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত কাপড়টিও। ওদিকে অপরাধের প্রত্যক্ষদর্শী ওই কিশোরও মেয়েটির বাড়ির লোকের মারে আহত হয়। এই ঘটনার পর সে ভয়ে হিমাচল প্রদেশে পালিয়ে যায়।
পুলিস সূত্রে খবর, ওই কিশোরকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি অন্যান্য সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)