Home> দেশ
Advertisement

WATCH | Viral Video: চোখের পলকেই সবশেষ! ২৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই...

UP Man Dies Of Heart Attack: তাঁদের পরিবারের লোক। কিন্তু সেই আনন্দের মুহূর্তের মধ্যে পালটে গেল কান্নার পরিবেশে। খুশিতে আত্মহারা ছিলেন সকলেই। আর ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

WATCH | Viral Video: চোখের পলকেই সবশেষ! ২৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে নাচতে নাচতেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৫তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে মেতে ছিলেন স্বামি-স্ত্রী এবং তাঁদের পরিবারের লোক। কিন্তু সেই আনন্দের মুহূর্তের মধ্যে পালটে গেল কান্নার পরিবেশে। এমনই কিছু মর্মান্তিক ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, নাচতে নাচতেই স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। একই স্টেজে আশেপাশেই মজা করছিলেন স্ত্রী এবং পরিবারের সকলেই। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রন্ত (Heart Attack) হয়েছেন ওই ব্যক্তি সেই কারণেই মৃত্যু (UP Man Dies) হয়েছে তাঁর। 

৫০ বছরের ওয়াসিম শেরাওয়াত পেশায় তিনি জুতো ব্যবসায়ী। তাদের ২৫তম বিবাহবার্ষিকীর পার্টিতে স্ত্রী ফারাহ-র সঙ্গে মঞ্চে নাচছিলেন। খুশিতে আত্মহারা ছিলেন সকলেই। আর ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। 

সেই ভিডিয়ো দেখা যাচ্ছে মঞ্চের উপর মন খুলে নাচানাচি করছিলেন ওয়াসিম। সঙ্গে তাঁর স্ত্রীও। সবাইকে ডাকলেন মঞ্চে এসে তাঁদের সঙ্গে জোড়ার জন্য। কিন্তু হঠাতই সবশেষ।  

সিনিয়ার কার্ডিওলজিস্ট বলেন, 'এই ধরনের ঘটনা আসলে অনির্ণীত হৃদযন্ত্রের খারাপ অবস্থার কারণে অনেক সময় ঘটতে পারে। শ্বাস বন্ধ হয়ে আসা বা অনিয়মিত হৃদস্পন্দনের মত সমস্যা নজরে এলে তা অবহেলা করা কোনদিনই উচিত নয়।'

আরও পড়ুন:  বুলেট ট্রেনে বারাণসী থেকে হাওড়া মাত্র ২ ঘণ্টায়, জেনে নিন স্পিড-রুট

আরও পড়ুন:ফল ভেবে বোম খেল গরু! রক্তাক্ত গোটা মুখ, মুহূর্তেই মৃত্যু...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More