Home> দেশ
Advertisement

Uttar Pradesh Shocker: পরের মাসেই মেয়ের বিয়ে! হবু জামাইকে নিয়ে পালাল মা, তারপর...

Uttar Pradesh Shocker: ই ঘটনার পর ওই মেয়ে বিয়ের ঠিক করা হয়েছে অন্যত্র। পাশাপাশি ওই মহিলা ও যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে  

Uttar Pradesh Shocker: পরের মাসেই মেয়ের বিয়ে! হবু জামাইকে নিয়ে পালাল মা, তারপর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিগড়ের পর এবার উত্তরপ্রদেশের গোন্ডা। মেয়ের বিয়েতে জল ঢেলে হবু জামাইয়ের সঙ্গে ঘর ছাড়লেন হবু শাশুড়ি। যোগী রাজ্যের গোন্ডা জেলার ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায়। পরের মাসেই ওই মহিলার মেয়ের বিয়ে ছিল। ঘটনার পর মহিলার বাড়ি থেকে পুলিসে অভিযোগ জানানো হয়েছে।

গোন্ডায় এখন আলোচনার বিষয় হল হবু জামাই ও হবু শাশুড়ির প্রেম কাহিনী। আলিগড়ের ঘটনায় হবু জামাইয়ের সঙ্গে হবু শাশুড়ির প্রেম শুরু হয়েছে বিয়ের কথাবার্তার সময়। ফোনেই চলত প্রেমালাপ। শেষপর্যন্ত পুলিসের কাছে আত্মসমর্পণ করেন ওই যুগল। গোন্ডায় মে মাসের ৯ তারিখে বিয়ের কথা ছিল মহিলার মেয়ের। কিন্তু তার আগেই অঘটন ঘটিয়ে ফেলেন ওই গৃহবধূ।

আরও পড়ুন-পহেলগাঁও আবহে 'বাংলাদেশি' তকমা! গুজরাতে আটক বাংলার ৩ যুবক...

ঘটনার জড়িত ওই ২৫ বছরের যুবকের বিয়ের ঠিক হয়েছিল গোন্ডা জেলাতেই। বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গিয়েছিল। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ওই যুবক প্রায়ই শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতেন। প্রথম প্রথম মেয়ে কথা হত যুবকের। পরে সে কথা বলতে শুরু করে মেয়ের মায়ের সঙ্গে। তাতেই ঘটে যায় বিপত্তি। শেষপর্যন্ত হবু জামাইয়ের সঙ্গে পালান হবু শাশুড়ি।

আরও পড়ুন-বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুন, মর্মান্তিক মৃত্যু ১৪ জনের, প্রাণ বাঁচাতে নীচে ঝাঁপ..

ওই ঘটনার পর ওই মেয়ে বিয়ের ঠিক করা হয়েছে অন্যত্র। পাশাপাশি ওই মহিলা ও যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই পুলিস ওই যুগলকে খোঁজ শুরু করেছে। পুলিস ফোন ওই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও যোগাযোগ হয়ে ওঠেনি। দুই পরিবারের দুজনের খোঁজ চালাচ্ছে। এনিয়ে তোলপাড় জেলা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More