জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর পরকীয়া! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে খুন স্ত্রীর! নববধূর হাতে স্বামীর মৃত্যু! একের পর এক। মেরঠ, আউরেলিয়া থেকে সাম্প্রতিক ইন্দোরের রাজা-সোনম! এসব দেখেশুনে স্বামী নিজেই স্ত্রীকে প্রেমিকের সঙ্গে 'পালাতে সাহায্য' করলেন। আর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালাতেই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন স্বামী। বললেন, যাক বাবা! বাঁচলাম! রাজার মতো মরতে হল না...'
ঠিক কী ঘটনাটি?
উত্তর প্রদেশের বাসিন্দা সুনীল নামে এক যুবক তাঁর নববিবাহিতা স্ত্রীকে নিয়ে নৈনিতালে তাঁদের মধুচন্দ্রিমার পরিকল্পনা করেছিলেন। গত ১৭ মে ২৩ বছর বয়সী সুনীলের সঙ্গে বিয়ে হয় ২০ বছর বয়সী ওই তরুণীর। ৯ দিন শ্বশুরবাড়িতে থাকার পর, সুনীলের স্ত্রী তাঁর মামার বাড়িতে চলে যান। মামাবাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসার পরিবর্তে, ১০ দিন পর সুনীলের স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
এই ঘটনায় স্বামী সুনীল পুলিসে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এরপর সোমবার সুনীলের নববিবাহিত স্ত্রী থানায় এসে জানান যে তিনি তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে চান। পুলিস তখন বিষয়টির মীমাংসা করে। উভয় পরিবারের তরফে বিয়ের সময় আদান-প্রদান করা উপহার, গয়না ও গৃহস্থালীর জিনিসপত্র, একে অপরকে ফিরিয়ে দেওয়া হয়। তারপর দুপক্ষই বিচ্ছেদে সম্মত হয়। এই ঘটনায় কোনও পক্ষই কোনও আইনি পদক্ষেপ নেয়নি।
আমার জীবন নষ্ট হয়নি: সুনীল
এপ্রসঙ্গেই সুনীল বলেন, "আমি আমাদের হানিমুনে বউকে নিয়ে নৈনিতালে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু যদি সে তার প্রেমিকের সঙ্গে থাকতে চায়, তাহলে আমিও খুশি। অন্তত আমি এটা ভেবে খুশি যে আমাকে রাজা রঘুবংশীর মতো মরতে হয়নি। আমরা ৩ জনেই খুশি। সে তার ভালোবাসা পেয়েছে। আর আমার জীবনও নষ্ট হয়নি।"
প্রসঙ্গত ইন্দোরের নববিবাহিত দম্পতি রাজা-সোনম মেঘালয়ে গিয়েছিল হানিমুনে। সেই হানিমুনে গিয়েই প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ছক কষে ৩ সুপারি কিলার দিয়ে স্বামী রাজাকে নৃশংস খুন করে সোনম রঘুবংশী। বিয়ের মাত্র ১১ দিনের মাথাতেই এই হত্যালীলা ঘটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)