জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় এক যুবককে। তার পরে বাড়িতে ফিরেই প্যান্টে 'সুইসাইড নোট' (Suicide Note) লিখে আত্মহত্যা করেন তিনি। উত্তর প্রদেশের (UttaPradesh) ফারুখাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
ওই যুবককে মারধর করার পাশাপাশি তাঁর কাছে টাকা দাবি করা হয় বলেও অভিযোগ। এই অভিযোগ উঠেছে ওই যুবকের স্ত্রীর আত্মীয়স্বজন এবং দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এই হেনস্থা সহ্য করতে না পেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। আর, আত্মহত্যা করার আগে তিনি তাঁর সাদা প্যান্টে নীল কালিতে লিখে গিয়েছেন 'সুইসাইড নোট'।
আত্মঘাতী যুবক:
পুলিস সূত্রে খবর, মৃতের নাম দিলীপ রাজপুত। সোমবারই ফারুখাবাদের ছেদা নাগলা এলাকার বাসিন্দা দিলীপের নামে থানায় একটি অভিযোগ জানান তাঁর স্ত্রী। তাঁর দাবি, দিলীপ মদ্যপান করে এসে তাঁকে মারধর করেন। এর পরেই থানায় ডেকে পাঠানো হয় দিলীপকে। সেখানে থার্ড ডিগ্রির অত্যাচার চলে তাঁর উপর।
সুইসাইড নোট:
ওই সুইসাইড নোট এবং পুলিসের কাছে দায়ের করা অভিযোগ অনুসারে, বাবাকে নিয়ে থানায় এসেছিলেন দিলীপ। সেখানে যশবন্ত যাদব নামে এক পুলিশ কনস্টেবল তাঁর কাছে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়। সেই সঙ্গেই অভিযোগ, ওই টাকা দিতে অস্বীকার করায় মারধর করা হয় দিলীপকে। এর পর, মহেশ উপাধ্যায় নামে আর এক কনস্টেবল দিলীপের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন।
এর পরে বাড়ি ফিরেই, যে প্যান্ট তিনি পরে ছিলেন তাতেই কী ভাবে তাঁকে হেনস্থা করা হয় তা লেখেন দিলীপ। তাতে তিনি লেখেন যে তাঁর শ্বশুর বানোয়ারি লালা, স্ত্রীর ভাই রাজু, রজনীশ রাজপুত নামে এক আত্মীয় এবং ওই দুই কনস্টেবল তাঁর কাছে টাকা দাবি করেন। মঙ্গলবার সকালে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তখনই সাদা প্যান্টে নীল কালিতে লেখা লক্ষ্য করেন সবাই। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল শুরু হয়ে যায়।
মৃতের পরিবার:
দিলীপের কাকা জীতেন্দ্র জানান, আগের দিনেই স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর দিলীপ তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসেন। এর পরেই দিলীপের নামে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী এবং আত্মীয়রা। দিলীপকে থানায় ডেকে নিয়ে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার পাশাপাশি মারধর করা হয়। পরে ৪০ হাজার টাকা নিয়ে তাঁকে ছাড়া হয়। ওই সুইসাইড নোটে দিলীপ সব কিছু লিখে গিয়েছে বলেও জানান তিনি।
দিলীপের বাবার অভিযোগ, তাঁর পুত্রবধূর পক্ষ নিয়ে থানায় দিলীপকে মারধর করেন দুই কনস্টেবল।
जनपद फतेहगढ़ के थाना मऊदरवाजा क्षेत्रान्तर्गत युवक द्वारा फांसी लगाकर आत्महत्या करने के सम्बन्ध में अपर पुलिस अधीक्षक द्वारा दी गयी बाइट। #fatehgarhpolice pic.twitter.com/fjr0pr7q5Y
— FATEHGARH POLICE (@fatehgarhpolice) July 15, 2025
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)