Home> দেশ
Advertisement

Muskan's Death over money: 'আরও টাকা দাও, আরও!' অতিষ্ঠ হয়ে এবার মুসকানকেই শ্বাসরোধ করে লাশ পুঁতে দিল জঙ্গলে...

Huband killed wife: মাসিক খরচ হিসেবে ৪০,০০০ টাকা দাবি করেছিলেন রিজওয়ানের দ্বিতীয় স্ত্রী মুসকান। অতিষ্ঠ হয়ে দুই সহযোগীকে নিয়ে এই হত্যাকাণ্ড চালায় তাঁর স্বামী। ৭০,০০০ টাকা করে দিয়েছিল এই সহযোগীদের। অপরাধ গোপন করার জন্য ২৭ দিন জেলে লুকিয়ে ছিল অভিযুক্ত।

Muskan's Death over money: 'আরও টাকা দাও, আরও!' অতিষ্ঠ হয়ে এবার মুসকানকেই শ্বাসরোধ করে লাশ পুঁতে দিল জঙ্গলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুসকান নামে কাঁপছে সারা দেশ। কিছুদিন আগেই দিল্লির মুসকান তার প্রেমিকের সঙ্গে মিলে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তার স্বামীর উপরে। মেরে সিমেন্টের ড্রামে ভরে লাশ লুকিয়ে রেখেছিল। তদন্তের দরুন এখন মুসকান এবং তার প্রেমিক সাহিল দুজনেই দিল্লির জেলে। নৃশংস এই হত্যাকাণ্ডে কাঁপছিল গোটা দেশ। আর এবার মুসকানই হত্যার শিকার। তাঁকে মেরে লাশ জঙ্গলে পুঁতে দেওয়া হল। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

তবে এই মুসকান আর আগের মুসকান আলাদা। ওই ঘটনা দিল্লির এবং এই ঘটনা উত্তর প্রদেশের। উত্তর প্রদেশের শামলিতে ২৮ বছর বয়সী মুসকান স্বামীর কাছে সংসার প্রতিপালনের জন্য বেশি টাকা চাইছিল। রাগে অতিষ্ঠ হয়ে দ্বিতীয় স্ত্রী মুসকান কে মেরে তার লাশ জঙ্গলে পুঁতে দিল স্বামী। এই হত্যাকাণ্ড ধামাচাপা যাওয়ার জন্য ২৭ দিন জেলের মধ্যে লুকিয়ে ছিল স্বামী রিজওয়ান।

আরও পড়ুন: '২০ লাখ দিন! নয়তো ব্যক্তিগত কেচ্ছা, গোপন ভিডিয়ো...!' চূড়ান্ত নোংরামির হুমকি...

মাসিক খরচ হিসেবে ৪০,০০০ টাকা দাবি করেছিলেন রিজওয়ানের দ্বিতীয় স্ত্রী মুসকান। অতিষ্ঠ হয়ে দুই সহযোগীকে নিয়ে এই হত্যাকাণ্ড চালায় তাঁর স্বামী। ৭০,০০০ টাকা করে দিয়েছিল এই সহযোগীদের। অপরাধ গোপন করার জন্য ২৭ দিন জেলে লুকিয়ে ছিল অভিযুক্ত।

স্বামী মোহাম্মদ রিজওয়ান এবং তার দুই সহযোগী রাধেশ্যাম এবং রাম অবতারকে গ্রেফতার করা হয় এই হত্যার অভিযোগে।

গত ১৮ ফেব্রুয়ারি থেকে মুসকান নিখোঁজ ছিলেন। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায়, তাঁর কাকা পুলিশের কাছে যান এবং নিখোঁজ অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে স্বামী, হাসান রিজওয়ানকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। একটি পুরনো মামলায় রিজওয়ানের জামিন বাতিলের সঙ্গে সঙ্গেই, মুসকানের নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটে

৩০ মার্চ, জিজ্ঞাসাবাদের সময় রিজওয়ান অপরাধ স্বীকার করে।

আরও পড়ুন: স্ত্রীকে মেরে দেহের সঙ্গে সারারাত গল্প! খুনের নেপথ্যে জটিল মনস্তত্বের হাড়হিম বাস্তব...

রিজওয়ান মুসকানকে হত্যা করার কথা স্বীকার করেছে। জেরায় জানিয়েছেন, তিনি মুসকানকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং নারাভা এলাকায় তাঁর লাশ পুঁতে দিয়েছে।  প্রতিটি সহযোগীকে এই অপরাধের জন্য ৭০,০০০ টাকা দিয়েছিল। একটি পুরনো মামলায় রিজওয়ানের জামিন বাতিল হওয়ার পর, তার অপরাধ লুকানোর জন্য, রিজওয়ান ২৭ দিন জেলে ছিল।

জানা যায়, মুসকান এবং রিজওয়ানের মধ্যে আর্থিক সমস্যা নিয়ে প্রায়ই ঝগড়া হতো। রিজওয়ানের প্রথম স্ত্রী জয়নব, দ্বিতীয় স্ত্রী মুসকান এবং মুসকানের তিন বছরের একটি ছেলে ছিল। তারা পরিবারের ভরণপোষণের জন্য সংগ্রাম করছিল। দম্পতির মধ্যে টাকা-পয়সা নিয়ে ঝগড়া আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত চূড়ান্ত রেগে মুসকানকে হত্যা করে রিজওয়ান। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More