Home> দেশ
Advertisement

UP Shocker: দেখে ফেলতেই নৃশংস খু*ন! ৫ বছরের মেয়ের দে*হের পাশেই প্রেমিকের সঙ্গে স*ঙ্গম মায়ের! যৌ*নতা শেষে... ভয়ংকর নার*কীয়...

UP mother kills daughter: স্বামীর ৮ বছরের বন্ধু উদিতের সঙ্গেই গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন রোশনি। স্বামী শাহরুখকে ফাঁসাতেই প্রেমিক উদিতের সঙ্গে ছক কষেন মা রোশনি। 

UP Shocker: দেখে ফেলতেই নৃশংস খু*ন! ৫ বছরের মেয়ের দে*হের পাশেই প্রেমিকের সঙ্গে স*ঙ্গম মায়ের! যৌ*নতা শেষে... ভয়ংকর নার*কীয়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ! হাড়হিম! নারকীয়! কোনও বিশেষণ-ই বোধহয় এই বীভৎস শিউরে ওঠা ঘটনার জন্য যথেষ্ট নয়। এই ঘটনায় হাত-পা ঠান্ডা হয়ে আসে। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় হিমশীতল ঠান্ডা স্রোত। যেখানে জন্মদাত্রী মা শুধু তাঁর সন্তানকে খুন-ই করেন না, বরং তার পরেও আরও ভয়াবহ, আরও গা ঘিন ঘিন করা কাণ্ড ঘটান।

ঘটনাস্থল যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ে। অভিযোগ, সেখানেই এক মা তাঁর ৫ বছরের মেয়েকে প্রথমে খুন করেন। তারপর প্রেমিকের সঙ্গে বসে মাদক নেন। শেষে খুন করা মেয়ের নিথর প্রাণহীন নিথর দেহের পাশে বসেই প্রেমিকের সঙ্গে যৌনতায় মাতেন। সঙ্গমে লিপ্ত হন। তারপর রাতের খাবার খেয়ে-দেয়ে রাতভর ঘুমান মেয়ের দেহের পাশেই।

প্রশ্ন জাগে, সত্যিই কি ইনি একজন মা! জানা গিয়েছে, অভিযুক্ত মা রোশনি বর্তমানে বিবাহ-বিচ্ছিন্ন। স্বামীর ৮ বছরের বন্ধু উদিতের সঙ্গেই গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন রোশনি। স্বামী শাহরুখকে ফাঁসাতেই প্রেমিক উদিতের সঙ্গে তিনি এই পুরো ছকটি কষেন। অভিযুক্ত রোশনি ও উদিত, দুজনকেই গ্রেফতার করেছে পুলিস। পুলিসের জেরার মুখে নিজেদের অপরাধ কবুল করেছেন দুজনেই।

জেরায় রোশনি ও উদিত জানিয়েছেন, শাহরুখের অনুপস্থিতিতে প্রায়ই তাঁরা সঙ্গমে লিপ্ত হতেন। ঘটনার দিন তাঁদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে যায় রোশনির ৫ বছরের মেয়ে। সঙ্গে সঙ্গে রোশনি ও উদিত তাকে ধরে ফেলে তার মুখে রুমাল বেঁধে দেয়। তারপর উদিত তার পেটের উপর দাঁড়িয়ে পড়ে। যার জেরেই মৃত্যু হয় ওই শিশুর।

এরপর শাহরুখের ঘাড়ে দোষ চাপাতে মিথ্যে গল্প ফাঁদেন রোশনি। বলেন, তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখন শাহরুখ বাইরের সিঁড়ি দিয়ে চারতলায় উঠে মেয়েকে খুন করে পালিয়ে যান। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতি মিলতেই পুলিস রোশনিকে গ্রেফতার করে। তারপরই পুরো গল্প সামনে আসে।

আরও পড়ুন, Work From Home: কাজ মিটলেই অফিসে ফেরো! বাবার মৃত্যুতেও ছাড় নেই IT কর্মীর, অমানুষ ম্যানেজারের নির্মম অর্ডার...

আরও পড়ুন, IndiGo Flight Emergency Landing: মাঝ-আকাশেই বিকল ইঞ্জিন! পাইলট পাঠালেন 'PAN-PAN'! ১৯১ জন যাত্রী নিয়ে ইন্ডিগো বিমান...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More