ওয়েব ডেস্ক: উরি সেনাঘাঁটিতে হামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল ভারতীয় সেনাবাহিনী। হামলার একরাত আগেই নাকি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল পাকিস্তানের জঙ্গিরা। তার আশ্রয় পেয়েছিল সেনাঘাঁটির নিকটবর্তী গ্রামে। সেনাসূত্রে খবর, উরির হামলাকারীরা নিয়ন্ত্রণরেখার কাছে সালামবাদ নালায় কাঁটাতার ডিঙোয়। প্রথমে একজঙ্গি কাঁটাতার কেটে এদিকে আসে।
আরও পড়ুন নিজের বেলায় বুঢ্ঢা হোগা তেরা বাপ, আর বাড়ির ধন্যি মেয়েরা বিয়ের পর থেকে যাক অন্তরালে!
তার সঙ্গে নাকি একটি মই ছিল। মইটি সে কাঁটাতারে লাগিয়ে দেয়। ওপার থেকেও কাঁটাতারে মই লাগানো হয়। দুই মইয়ের সাহায্যে পেরিয়ে আসে বাকি তিন জঙ্গি। মইদুটি নিয়ে যায় দুই গাইড। জঙ্গিদের কাছে ছিল অস্ত্রশস্ত্র ও প্রচুর রসদ।
আরও পড়ুন অভিষেকেই হার্দিকের হৃদয় ভোলানো বোলিংয়ে তছনছ নিউজিল্যান্ডের ইনিংস