Home> দেশ
Advertisement

Uttarkashi Cloudburst: উত্তরকাশীতে ভয়াবহ বিপর্যয়! কাঁদছেন 'উত্তরাখণ্ডের মেয়ে' উর্বশী, বললেন বড় কথা...

Urvashi Rautela on Uttarkashi Cloudburst: দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। এটা আমার ঘর, আমার মাটি, আমার মানুষ, আমার পরিবার। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব...

Uttarkashi Cloudburst: উত্তরকাশীতে ভয়াবহ বিপর্যয়! কাঁদছেন 'উত্তরাখণ্ডের মেয়ে' উর্বশী, বললেন বড় কথা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘ ভাঙা বৃষ্টির জেরে ক্ষীরগঙ্গায় হড়পা বান। আর তার জেরে উত্তরকাশীতে বন্যা (Uttarkashi Cloudburst)। উত্তরকাশীর এই ভয়াবহ বন্যা বিপর্যয় দেখে কাঁদছেন উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী (Urvashi Rautela)! উত্তরাখণ্ড, উত্তরকাশীর মানুষের জন্য কাঁদছে তাঁর মন। 

উর্বশী লিখেছেন, " হরিদ্বারের মেয়ে হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, আমার প্রতিটি নিশ্বাস-প্রশ্বাস, আমার অস্তিত্বের অঙ্গ। ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছেন। শিশুরা কাঁদছে মা-বাবার জন্য। বাবা-মা প্রার্থনা করছেন হারিয়ে যাওয়া সন্তানদের ফিরে পাওয়ার আশায়। এটা আমার ঘর, আমার মাটি, আমার মানুষ, আমার পরিবার। এই ধ্বংসলীলা আমার যন্ত্রণা দিয়েছে। তবে ধারালি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি, আপনি একা নন। আমিও আছি আপনাদের সঙ্গে। প্রার্থনা করছি আপনাদের জন্য।" 

দৃঢ় বিশ্বাসের সঙ্গে উর্বশী লিখেছেন, "উত্তরাখণ্ড সবসময় প্রতিটি ঝড়ের পরে জেগে উঠেছে। প্রতিটি বিপর্যয়ের পর জেগে উঠেছে। আমরা আবার জেগে উঠব। আমাদের নদী যতই উত্তাল হোক, আমাদের মনোবল আরও শক্তিশালী। আমি ব্যক্তিগতভাবে স্থানীয় সংস্থা এবং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করব। যাতে সাহায্য সবার কাছে পৌঁছে যায়। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব সাহায্য যাতে সঠিক স্থানে পৌঁছে যায়। এই ক্ষতির সময়ে আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরি। আমরা আবার পুনর্গঠন করব। শুধু ইট দিয়ে নয়, ভালোবাসা দিয়েও। উত্তরাখণ্ড, আমি তোমার সঙ্গে আছি। সবসময়।"

আরও পড়ুন, Uttarkashi Cloudburst: কেন উত্তরকাশীতে ভয়াবহ বিপর্যয়? সরকার-ই নাকি দায়ী! কারণ... বিশেষজ্ঞদের বিস্ফোরক অভিযোগ!

আরও পড়ুন, Cloudburst: ফের মেঘ ভাঙা বৃষ্টি! কিন্নৌর কৈলাসের ট্রেকিং রুটেই ভেসে গেল ২ সেতু, ৪১৩ তীর্থযাত্রী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More