জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে কেলেঙ্কারি কাণ্ড! প্রেমিকের সঙ্গে 'ঘনিষ্ঠ' অবস্থায় স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্বামী। আর স্বামীর হাতে ধরা পড়তেই হোটেলের ছাদ থেকে ১২ ফুট লাফিয়ে পালালেন স্ত্রী (Uttar Pradesh Married Woman Flees)! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতের বারাউত শহরের চাপরাউলি রোড এলাকায় একটি হোটেলে। পুলিস জানিয়েছে, ওই মহিলা তাঁর প্রেমিক শোভিতের সঙ্গে হোটেলে পৌঁছন। আর তাঁকে পিছন পিছন অনুসরণ করে আসেন তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি। এরপরই ঘটে আসল নাটক...
স্বামী, শ্বশুর-শাশুড়িকে ওই একই হোটেলে আসতে দেখে ভয় পেয়ে যান ওই মহিলা। তখন হোটেলের প্রায় ১২ ফুট উঁচু ছাদ থেকে একলাফ দিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েন। তারপর পালিয়ে যান। রাস্তায় উপস্থিত জনৈক এই ঘটনার ভিডিয়ো করেন। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার। দেখুন, সেই ভিডিয়ো-
Wife got #caught with lover in hotel in Baghpat.
— ShoneeKapoor (@ShoneeKapoor) June 18, 2025
Jumped off the roof, 12 feet down, to escape after seeing the police and her husband. pic.twitter.com/Yamd6g4iE3
ওদিকে স্থানীয়রা অভিযুক্ত প্রেমিককে আটক করে হোটেল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। যদিও ওই মহিলার নাগাল পুলিস পায়নি। এদিকে এই ঘটনার পর ওই মহিলার স্বামী নিজের জীবন সংশয়ের আশঙ্কায় পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, ওই হোটেলটি তুগানা গ্রামের এক যুবক ভাড়ায় চালাচ্ছিলেন। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই হোটেলে এধরনের অবৈধ কাজকর্ম হয়ে থাকে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে কাকোর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিয়ে হয়। দম্পতির একটি ছেলেও রয়েছে। স্বামীর অভিযোগ, তাঁর স্রত্রী বিয়ের আগেও বেশ কয়েকজন পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। বিয়ের পরেও পরকীয়া সম্পর্ক চালিয়ে যান তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)