Home> দেশ
Advertisement

Woman Hire Killer to Murder Husband: জোর করে বিয়ে! ২ সপ্তাহেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীর যা হাল করল, শিউরে উঠতে হয়...

Forcefully married UP woman: ৫ মার্চ দিলীপ যাদবকে বিয়ে করে প্রগতি যাদব। পুলিসকে পরে মহিলা জানিয়েছে, তাকে জোর করে দিলীপ যাদবের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। 

Woman Hire Killer to Murder Husband: জোর করে বিয়ে! ২ সপ্তাহেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীর যা হাল করল, শিউরে উঠতে হয়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চার বছর প্রেমের সম্পর্ক থাকলেও পরিবার কিছুতেই রাজি ছিলেন না। তাই একরকম জোর করেই অমতে মেয়ের দিয়ে দিয়েছিলেন তারা। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ংকর হয়ে উঠতে তা কল্পনাও করতে পারেনি উত্তরপ্রদেশের (Uttarpradesh) অউরিয়া জেলার এই পরিবার। মা-বাবা মেনে নেননি সম্পর্ক। তাই বছর ২২-এর মেয়েকে সু-পাত্র দেখে বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের দু-সপ্তাহের মধ্য়েই সেই মেয়ে নৃশংস কাণ্ড ঘটাল। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

বিয়ের পর থেকে প্রমিক অনুরাগ যাদবের সঙ্গে দেখা করতে পারছিলেন না। বহু চেষ্টাও করছিলেন। আর সেখান থেকেই রাগের সূত্রপাত। এদিকে ১৯ মার্চ পুলিস পাত্র দিলীপ যাদবকে একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে চিকিৎসার জন্য বিধুনার কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে, তার অবস্থার অবনতি হওয়ায়, তাকে প্রথমে সাইফাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থানান্তরিত করা হয়। ২৫ বছর বয়সী ওই যুবককে ২০ মার্চ অউরিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেখানে একদিন পর তিনি মারা যান। 

এদিকে ৫ মার্চ দিলীপ যাদবকে বিয়ে করার পর প্রগতি যাদব বরকে খুনের জন্য প্রেমিকের সাহায্যে এক সুপারি কিলার রামাজি চৌধুরীকে ২ লক্ষ টাকায় ভাড়া করেছিল বলে অভিযোগ। হত্যাকাণ্ডের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কন্ট্র্যাক্ট কিলার ও আরও কয়েকজন দিলীপ যাদবকে কোনও কাজের অজুহাতে  মোটর সাইকেলে করে মাঠে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে এদিন খুনের কথা স্বীকারও করে সে।

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিন অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি তাজা কার্তুজ, একটি বাইক, দুটি মোবাইল ফোন, একটি পার্স, আধার কার্ড এবং ৩,০০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিস। 

আরও পড়ুন, WATCH | খুনের আগেই খাবার আনেন মুসকানের জন্য! মৃত্যুর আগে সৌরভের শেষ CCTV ফুটেজ...

আরও পড়ুন, Woman Jumps From Train: রাতের লোকালের মহিলা কামরায় ভয়ংকর কাণ্ড, সম্ভ্রম বাঁচাতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More