জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে গঙ্গার জল। বিচলিত না হয়ে ওই জলেই গা ভিজিয়ে নিচ্ছেন এক পুলিস অফিসার। ভক্তিভরে গঙ্গাকে প্রণাম করে ‘গঙ্গা মাইয়া কি জয়’ ধ্বনিতে গৃহস্থালির মধ্যেই আরতি করছেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে, নানাবিধ মন্তব্যের জোয়ারে ভেসে গিয়েছে ভিডিয়োর কমেন্ট সেকশন। ঘটনাটি প্রয়াগরাজের।
আরও পড়ুন, Madhya Pradesh: পরকীয়ায় জড়িয়ে ঘরের বউ, একই পরিবারের চারজনের রহস্যমৃ*ত্যু! প্রেমিকই...
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। ভারী বৃষ্টির ফলে গঙ্গা এবং যমুনার জলস্তর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছু বাড়িতে ঢুকে পড়েছে গঙ্গার জল। নিচু এলাকাগুলি তার ফলে জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রয়াগরাজে এক পুলিস অফিসারের একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁকে দেখা যাচ্ছে তাঁর বাড়ির সামনে গঙ্গার বন্যার জলে পুজো দিতে, ফুল ছড়াতে ও দুধ ঢালতে।
উত্তরপ্রদেশ পুলিসের সাব-ইনস্পেক্টর চন্দ্রদীপ নিশাদকে ওই ভিডিয়োতে দেখা যায়, তিনি দরাগঞ্জ এলাকায় তাঁর বাসভবনের সামনে পূজা অনুষ্ঠান করছেন। ভিডিয়োতে দেখা যায়, নিশাদ খালি পায়ে, পায়জামা হাঁটু পর্যন্ত গুটিয়ে, একটি ধাতব পাত্রে দুধ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। তিনি বলেন, “জয় গঙ্গা মাইয়ার, আমি ধন্য যে আপনি আমার দরজায় আশীর্বাদ দিতে এসেছেন। জয় গঙ্গা মাইয়া।”
आपदा मे अवसर ढूंढते प्रयागराज के सब इंस्पेक्टर ,
— Nargis Bano (@Nargis_Bano78) August 2, 2025
गंगा नदी का पानी बाढ़ के रूप मे घर तक आ गया और साहब उसकी पूजा कर रहे है ,
जय गंगा मैया की जय , pic.twitter.com/GsiHgLjZCP
এরপর তিনি জলে ফুল ছড়িয়ে দেন এবং পাত্রের দুধ ঢেলে দেন। তাঁর বাড়ির নামফলকে লেখা “নিশাদ রাজ ভবন, মরি, দরাগঞ্জ, প্রয়াগরাজ,” সঙ্গে তাঁর অফিসিয়াল পদবি “সাব-ইনস্পেক্টর চন্দ্রদীপ নিশাদ, উত্তরপ্রদেশ পুলিস।” আরও একটি ভিডিয়োতে তাঁকে ইউনিফর্ম ছাড়া, বন্যার জলে স্নান করতে দেখা যায় যা তাঁর বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল।
প্রসঙ্গত, প্রয়াগরাজে টানা বৃষ্টিপাতে চরম প্রভাব পড়েছে। শহরের ৬১টিরও বেশি ওয়ার্ড প্লাবিত হয়েছে এবং ৩৩৯টি পরিবারের প্রায় ১,৪০০ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে প্রায় ৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। দরাগঞ্জ, রাজাপুর, সালোরি ও সদর-সহ একাধিক এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকার্য চালাতে নৌকা নামানো হয়েছে, এবং খাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে দুর্গতদের মধ্যে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)