Home> দেশ
Advertisement

Wife Killed Husband: সাহিবা হলেন 'খুশি', স্বামী হলেন 'ভাই'! ১৮ বিঘা জমির জন্য নাম বদলে ভুয়ো বিয়ে! তারপর, হাড়হিম করা ঘটনা...

45 year old man killed by newly wed wife: গুরু অনিরুদ্ধচার্যের শোয়ে এসে বিয়ে নিয়ে হতাশা, বিয়ে না হওয়া, সম্পত্তি দেখভাল নিয়ে বলেছিলেন ইন্দ্রকুমার। আর তারপরই সাহিবা বানো সম্পত্তি হাতানোর জন্য নিজের প্রেমের ফাঁদে ফেলেন বছর ৪৫-এর ইন্দ্রকুমারকে।

Wife Killed Husband: সাহিবা হলেন 'খুশি', স্বামী হলেন 'ভাই'! ১৮ বিঘা জমির জন্য নাম বদলে ভুয়ো বিয়ে! তারপর, হাড়হিম করা ঘটনা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা বছর পয়তাল্লিশের ইন্দ্রকুমারের অগাধ সম্পত্তি। ১৮ বিঘা জমি, টাকাকড়ি! কী নেই! কিন্তু দেখার কোনও লোক নেই। কোনও উপযুক্ত পাত্রী পাননি! তাই বিয়ে করা হয়নি! গুরু অনিরুদ্ধচার্যের শোয়ে এসে সেকথাই বলছিলেন ইন্দ্রকুমার। আর শোয়ে অবিবাহিত ইন্দ্রকুমারের বলা সেই কথা শুনেছিলেন সাহিবা বানো। ইন্দ্রকুমারের এত বিশাল সম্পত্তির কথা শুনেই ছক কষে ফেলেন সাহিবা।

সাহিবা হলেন খুশি!
সাহিবা নাম বদলে হন খুশি তিওয়ারি। বিবাহিত হয়েও সম্পত্তি হাতানোর জন্য সাহিবা নিজের প্রেমের ফাঁদে ফেলেন বছর ৪৫-এর ইন্দ্রকুমারকে। বিয়ে করেন তাঁকে। তারপর স্বামীর সঙ্গে ছক কষে খুন করেন ইন্দ্রকুমারকে। তারপর টাকাপয়সা, গয়নাগাঁটি নিয়ে চম্পট দেন। চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। অভিযুক্ত সাহিবা বানোকে গ্রেফতার করেছে পুলিস। গ্রেফতার করেছে তাঁর স্বামীও।

৬ জুন উত্তরপ্রদেশের কুশিনগরের হাটা এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার হয় ইন্দ্রকুমার তিওয়ারির দেহ। তদন্ত শুরু করে পুলিস। তখনই নিহত ইন্দ্রকুমারের তিওয়ারির পরিচয় জানতে পারে পুলিস। তদন্তে আরও জানা গিয়েছে, সাহিবা বানোর স্বামী কৌশল নাম নিয়ে ইন্দ্রকুমারের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করে 'তাঁর বোন খুশি'কে বিয়ের প্রস্তাব দেন। ২৬ মে কৌশল বিয়ের উপহার নিয়ে মধ্যপ্রদেশে পৌঁছান। ইতিমধ্যেও বানোও ইন্দ্রকুমারের সঙ্গে কথা বলতে শুরু করেন। 

বিয়ের পরই খুন!
এরপর ৫ জুন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিয়ের দিন ও স্থান স্থির হয়। সাহিবা বানো ও তাঁর স্বামীর পরিকল্পনা সম্পর্কে অজ্ঞাত ইন্দ্রকুমার লাখ লাখ টাকার গয়না কিনে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিয়ে করতে পৌঁছয়। বিয়ে হয় খুশি ওরফে সাহিবা বানোর সঙ্গে। বিয়ের পর সেই ছবি গ্রামের লোকদের পাঠিয়েও দেন ইন্দ্রকুমার। এরপর গ্রাম দেখানোর অছিলায় ইন্দ্রকুমারকে নিয়ে বের হন সাহিবা ও কৌশল। তারপরই তাঁরা তাঁকে খুন করে ড্রেনে ফেলে দেন। এদিকে ইন্দ্রকুমারের গ্রামের লোক তাঁর কোনও খোঁজ না পেয়ে মিসিং ডায়েরি করেন। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশ পুলিস জানতে পারে নিহত ইন্দ্রকুমারের পরিচয়। 

আরও পড়ুন, Bengaluru Shocker: বিয়ের পর স্বামীর সঙ্গে স*ঙ্গ*মের পাঠ! কীভাবে ঘনিষ্ঠ হবে? শেখানোর অছিলায় মা-ই মেয়েকে...

আরও পড়ুন, Kedarnath Helicopter Carsh: ছেলের শেষকৃত্যেই শেষ নিঃশ্বাস মায়ের! পুত্রশোকেই দম ছাড়লেন পাইলট রাজবীরের মা, হৃৎস্পন্দন স্তব্ধ সন্তানহারা জননীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More