জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেলিং পেরিয়ে নদীর গভীর জলে চলে যাওয়ায় হরিদ্বারে তীর্থ করতে এসে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক ব্যক্তি। এদিকে ওই ব্যক্তি যখন হরিদ্বারের গঙ্গায় ডুবে যাচ্ছেন, তখনও তাঁর বন্ধু রিলস বানাতে ব্যস্ত। রিলস বানিয়ে যাচ্ছেন। ভাইরাল হয়েছে এমনই একটি চাঞ্চল্যকর ভিডিয়ো। দেখুন সেই ভিডিয়ো-
২৪ ঘণ্টা পর ওই ব্যক্তির প্রাণহীন দেহ উদ্ধার হয় গঙ্গা থেকে। মৃতের নাম বিকাশ। বয়স ৪০ বছর। উত্তরপ্রদেশের সাহরানপুরের বাসিন্দা ছিলেন বিকাশ। জলের স্রোতে ভেসে গিয়েই তাঁর মৃত্যু হয়। পুলিস দেহ উদ্ধারের পর পরিবারের লোক বিকাশের দেহ শনাক্ত করেন। তারপরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। হরিদ্বারের গোবিন্দপুরী ঘাটে এই ঘটনাটি ঘটে। আর পাথরি পাওয়ার হাউসের কাছে মৃতদেহটি উদ্ধার করে পুলিস।
৪০ বছর বয়সী বিকাশ বন্ধুদের সঙ্গে উত্তরাখণ্ডে তীর্থযাত্রায় এসেছিলেন। গঙ্গায় স্নান করতে করতে তিনি রেলিং পেরিয়ে নদীর বিপদজ্জনক জায়গায় চলে যান। কিছুক্ষণের মধ্যেই জলের খরস্রোতে ভেসে গিয়ে ডুবে যান। এদিকে বিকাশের বন্ধুরা যাঁরা তাঁকে স্নান করতে করতে রেলিং টপকে বিপজ্জনক জায়গায় যেতে দেখেন, তাঁরা জলে ঝাঁপিয়ে পড়ে বিকাশকে উদ্ধার করার বদলে ঘটনার রিলস ভিডিয়ো শুট করতে থাকেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)