জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি বিধায়কের সঙ্গে ট্রেনে আসন বদল করতে রাজি না হওয়ায়, বন্দে ভারতে সহযাত্রীর উপর হামলা করল বিধায়কের ভাড়া করা সাঙ্গপাঙ্গ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বাবিনা (মধ্যপ্রদেশ) বিধায়ক রাজীব সিং পারিছার নির্দেশে গুন্ডারা বন্দে ভারত এক্সপ্রেসের একজন যাত্রীকে নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ।
১৯ জুন দিল্লি থেকে ভোপাল যাওয়ার সময় চলাকালীন ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিজেপি বিধায়ক যাত্রীকে আসন পরিবর্তন করতে বলেছিলেন, কিন্তু সহযাত্রী তা প্রত্যাখ্যান করেছিলেন। রাজীব সিং পারিচা তার স্ত্রী কমলি এবং ছেলে শ্রেয়াংশকে নিয়ে E-2 কোচে বসেছিলেন। তাঁর পরিবারের জন্য ৫০ এবং ৫১ নম্বর আসন বরাদ্দ করা হয়েছিল, বিধায়কের নিজস্ব আসন ছিল ৮ নম্বর।
৪৯ নম্বর সিটে যাত্রী রাজ প্রকাশ বসেছিলেন। বিধায়ক তাকে আসন বদল করতে বললে, প্রকাশ তা প্রত্যাখ্যান করেন। বন্দে ভারত ট্রেনটি যখন ঝাঁসি রেলওয়ে স্টেশনে পৌঁছায়, তখন প্রায় ১৫-২০ জন লোক কোচে প্রবেশ করে এবং প্রকাশকে আক্রমণ করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন যে প্রকাশের নাক, কান এবং মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তারা আরও অভিযোগ করেন যে রেলওয়ে পুলিশ বিজেপি বিধায়ক, হামলাকারীদেরই সহায়তা করছিলেন।
মধ্যপ্রদেশের রানী কমলাপতি রেলস্টেশনে প্রকাশ ট্রেন থেকে নেমে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করবেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র মুকেশ নায়ক দাবি করেছেন যে, প্রকাশ সিং-এর সাথে তার আসন বদল করতে অস্বীকৃতি জানিয়েছেন, কারণ জানালার পাশের আসনে অতিরিক্ত পা রাখার জায়গার জন্য তার চিকিৎসার প্রয়োজন ছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)