নিজস্ব প্রতিবেদন : বয়স শুধুই সংখ্যা মাত্র। মনের জোর, ইচ্ছে আর সাহস থাকলে, যে কোনও বয়সে যে কোনও চ্যালেঞ্জ নেওয়া যায়। তাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরিদ্বারের ৭০ বছরের বৃদ্ধা। হরিদ্বারের হর কি পাউরি সেতু থেকে গঙ্গায় 'ডুবকি' মানে ঝাঁপ দিলেন 'তরুণ' বৃদ্ধা। শুধু ঝাঁপ দেওয়া-ই নয়, সাঁতারও কাটলেন তিনি। এককথায় বুড়ো হাড়ে ভেলকি দেখালেন ওই বৃ্দ্ধা।
জনৈক অশোক বাসোয়া ভিডিওটি শেয়ার করেন সোশ্যালে। ক্যাপশনে লেখেন, "আম্মার ঝাঁপ।" তারপরই সেটি ভাইরাল। নেটিজেনরা সবাই কুর্নিশ জানাচ্ছেন ৭০-এর বৃদ্ধার সাহসকে। তাঁর নির্ভীক মানসিকতাকে। সাধারণত যখন এই বয়সের বৃদ্ধারা ঘরে বসে বিশ্রাম নেওয়াকেই শ্রেয় বলে মনে করেন, তখন হরিদ্বারের এই ভাইরাল বৃদ্ধা মেতেছেন নতুন অ্যাডেভঞ্চারে। দেখুন সেই ভিডিওটি-
अम्मा की छलांग ..
— Ashok Basoya (@ashokbasoya) June 28, 2022
हरकी पैड़ी के पुल से गंगा नदी में छलांग लगाने वाली बुजुर्ग महिला बुजर्ग महिला पुल से गंगा में छलांग लगाकर आराम से तैरकर किनारे जाती हुई विडियो में दिख रही है। बुजुर्ग महिला की उम्र 70 साल के करीब की बताई जा रही है। #haridwar pic.twitter.com/IY9bDp7DAb
আরও পড়ুন, Mukesh Ambani Resigns: পুত্র আকাশকে ব্যাটন, রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকেশ আম্বানির
Wax Statue: উপহার মৃত বাবার মোম-মূর্তি, বিয়ের আসরে কেঁদে আকুল কনে! মনকেমন ভিডিও...