Home> দেশ
Advertisement

Aadhaar and Voter ID: আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন

Aadhaar and Voter ID: আধার নিয়ে বলতে গিয়ে কমিশনের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কোনও নথি হতে পারে না। কারণ আধার ভারতীয় নাগরিকত্বের কোনও নথিই নয়

Aadhaar and Voter ID: আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার, ভোটার আইডি কিংবা রেশনকার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এমনটাই বলেছিল কেন্দ্র। আপনার রেশনকার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটের আইডিও আছে। তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা? সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল আধার ও ভোটার আইডিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হোক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশম হলফনামা দিয়ে জানাল, ইলেকট্রোরাল ফোটো আইডেনটিটি কার্ড অর্থাত্ এপিক কার্ড কোনও গ্রহণযোগ্য নথি নয়। এপিক কার্ড থাকলেই তাকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) বিবেচনা করা হবে না। 

উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা তৈরি করা হচ্ছে এই স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর মাধ্য়মে। ফলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এদের সংখ্যাটা কয়েক লাখ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার সঞ্জয় কুমার। সর্বোচ্চ আদালতে তিনি জানিয়েছেন, SIR হল একটি রিভিশন প্রক্রিয়া। এর মাধ্যমেই এপিক কার্ড তৈরি করা হচ্ছে। তাই এপিক কার্ডের কোনও গুরুত্ব থাকে না। তাই এই এপিক কার্ড নতুন করে তৈরি করা দরকার। 

আধার নিয়ে বলতে গিয়ে কমিশনের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কোনও নথি হতে পারে না। কারণ আধার ভারতীয় নাগরিকত্বের কোনও নথিই নয়। এটা একটি পরিচয়পত্র মাত্র। আধার আইনের ৯ নম্বর ধারা উল্লেখ করে কমিশন বলেছে, আধার আইনেই বলা হয়েছে আধার নাগরিকত্বের কোনও নথিই নয়।  অন্য নথির সাপোর্টিং হিসেবে আধারকে বিবেচনা করা যেতে পারে।

আরও পড়ুন-দিল্লি থেকে কলকাতা মাত্র আড়াই ঘণ্টায়, বিমানকেও পেছনে ফলে দেবে 'সুপারসনিক' এই ট্রেন...

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে রেশন কার্ডকে বিবেচনা করেও বলেছে রেশন কার্ডে প্রচুর জালিয়াতি রয়েছে। তাই পরিচয়পত্রের ১১টি তালিকা থেকে এটিকে সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিহারে হওয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) নিয়ে  দায়ের হওয়া একটি মামলার গত ১৭ জুলাই সুপ্রিম কোর্ট মন্তব্য করে নাগরিকত্বের বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এর দায়িত্ব কেন্দ্র সরকারের। পাশাপাশি কমিশনকে সুপ্রিম কোর্ট এদিন বলে, আধার, রেশন কার্ড ও ভোটার আইডিকে বিহারের SIR প্রক্রিায়ার জন্য গণ্য করা হোক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More