ওয়েব ডেস্ক: ৮ই নভেম্বর'২০১৬ রাত আটটায় চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর দেশকে 'কালা ধন' মুক্ত করার জন্য কার্যত 'ধর্মযুদ্ধ'-এ সামিল হন। সেই 'যুদ্ধ' অবশ্য এখনও জারি রয়েছে। কিন্তু এত বড় 'যুদ্ধ'টা লড়া হচ্ছে কীভাবে?
প্রায় রোজই গড়ে ২০টা করে ফোন এসেছে দেশের নানান প্রান্ত থেকে। এখনও পর্যন্ত প্রায় সাতশো ফোন এসেছে। মুহুর্মুহু যোগাযোগ রাখা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে। সেই সব ফোন ধরা এবং অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্বে থেকেছেন অভিজ্ঞ অফিসারেরা। আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে একটি 'ওয়ার রুম থেকে'। আসুন দেখে নেওয়া যাক সেই প্রক্রিয়াটি-