জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের এক ভয়ংকর অকালমৃত্যু! বয়স মাত্র ২৫, খেলছিলেন ব্যাডমিন্টন (Playing Badminton)। পরের পর শট। নিখুঁত 'ওভারহেড ডিফেন্সিভ ক্লিয়ারে'র পরই নিখঁত 'নেট ড্রপে' প্রতিপক্ষের কোর্টে ফেরান শাটল কক্। তারপরই প্রতিপক্ষের 'স্ম্যাশ'। এরপরই হেঁটে কোর্টের পিছন দিকে আসেন কক্ তুলতে। মাথা নিচু করে কোর্টের মেঝে থেকে তোলেন শাটল কক্। কিন্তু তারপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি...
মাথা নিচু করে কোর্টের মেঝে থেকে শাটল কক্ তুলে দু-পা হাঁটতে না হাঁটতেই কোর্টের মধ্যেই লুটিয়ে পড়েন বছর ২৫-এর তরতাজা তরুণ। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন সহ খেলোয়াড় সহ কোর্টে উপস্থিত বাকিরা। তাঁকে সিপিআর দিতে শুরু করেন। কিন্তু ২৫ বছরের গুন্ডলা রাকেশের নিথর দেহে তারপর আর কোনও সাড়া মেলেনি। ব্যাডমিন্টন খেলতে খেলতে কোর্টেই হার্ট অ্যাটাকে প্রাণ হারান ২৫ বছরের গুন্ডলা রাকেশ (25 year old heart attack death)। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক-ই ২৫ বছরের তরুণের মৃত্যুর কারণ।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরবাদে (Hyderabad Incident)। বন্ধুদের সঙ্গে হায়দরাবাদের নাগোল স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলছিলেন গুন্ডলা রাকেশ। সেইসময় ঘটে যায় এই মর্মান্টিক ঘটনা। মৃত্যুর আগে কোর্টে গুন্ডলার শেষ মুহূর্ত ধরা পড়েছে ভিডিয়োতে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে শিউরে উঠছেন সবাই। গুন্ডলা রাকেশের শেষ মুহূর্ত-
షటిల్ ఆడుతూ గుండెపోటుతో కుప్పకూలి 25 ఏళ్ల యువకుడు మృతి
— Telugu Scribe (@TeluguScribe) July 28, 2025
నాగోల్ స్టేడియంలో షటిల్ ఆడుతుండగా ఒక్కసారిగా కుప్పకూలి పడిపోయిన రాకేష్
ఆసుపత్రికి తరలించగా.. అప్పటికే మరణించినట్టు నిర్ధారించిన వైద్యులు
మృతుడు ఖమ్మం జిల్లా తల్లాడ మాజీ ఉప సర్పంచ్ గుండ్ల వెంకటేశ్వర్లు కుమారుడు గుండ్ల… pic.twitter.com/v3rVaXM3gt
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুবই বেড়েছে। চলতি মাসেই শুরুর দিকে হরিয়ানার ফরিদাবাদে একটি জিমে ট্রাইসেপস এক্সটেনশন করতে বেল্টে টান দেওয়ার ২ মিনিটেই লুটিয়ে পড়েন ৩৫-র যুবক! তারপর আর উঠলেন না... জিম করতে করতেই হার্ট অ্যাটাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)