জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর দোকানের সামনে বসতে বারণ করেছিলেন তিনি। সেই 'অপরাধে' এক প্রৌঢ়কে 'চরম শাস্তি' দিল একদল যুবক। দোকানমালিক ওই প্রৌঢ়কে পিটিয়ে মারল যুবকের দল! ভয়ংকর এই ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়ো দেখে তাজ্জব নেটিজেনরা। চরম ধিক্কার জানিয়েছেন এই ঘটনায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কাঞ্চনবাগের বাবা নগরে। বাবা নগরের সি-ব্লকে মুদির দোকান চালাতেন ৬২ বছরের জাকির খান। তাঁর দোকানের পাশেই রয়েছে একটি পানের দোকান। এখন ওই পানের দোকানে আসা একদল যুবক চেয়ার টেনে জাকির খানের মুদির দোকানের সামনে বসে পড়ে। জাকির খান তাতে আপত্তি জানান। চেয়ারগুলি তাঁর দোকানের সামনে থেকে সরাতে বলেন। এই নিয়ে তর্কাতর্কি বাধে।
অভিযোগ, এরপরই ওই যুবকের দল তাঁর উপর চড়াও হয়। জাকির খানকে এলোপাথাড়ি চড়, কিল, ঘুষি মারে। মুখে-বুকে ঘুষি মারে। ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। বেধড়ক মারধরের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাকির খানের। পরিবার সূত্রে খবর, ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারি হয়েছিল জাকির খানের।
సీసీటీవీ ఫుటేజ్
— Telugu Scribe (@TeluguScribe) March 13, 2025
ఓల్డ్ సిటీలో షాపు ముందు కూర్చోవద్దని అన్నందుకు వృద్ధుడిని కొట్టి చంపిన యువకులు
కాంచన్బాగ్ పీఎస్ పరిధిలోని బాబా నగర్లో కిరాణా దుకాణం నడుపుతున్న జాకీర్ ఖాన్(62) షాపు ముందు నిన్న రాత్రి కుర్చీలు వేసి కస్టమర్లను కూర్చోబెట్టిన పక్కన ఉన్న పాన్ షాప్ యజమానులు
తన… pic.twitter.com/QmygBxlOTS
খবর পেয়ে বাবাকে বাঁচাতে ছুটে যায় তাঁর ২ ছেলেও। তারাও আক্রান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)