Home> দেশ
Advertisement

PUBG Addict Woman Threatens Husband 55 Tukde: প্রেম একটাই, সেটা PUBG! স্বামীকে '৫৫ টুকরো'... দেড় বছরের ছেলেকেও তরুণী...

PUBG Addict Woman News: পাঞ্জাবের লুধিয়ানার প্রেমিক উত্তর প্রদেশের মাহোবাতে ওই তরুণীর শ্বশুরবাড়িতে এসে হাজির হন প্রেমিকার সঙ্গে দেখা করতে। তারপর যা ঘটে...

PUBG Addict Woman Threatens Husband 55 Tukde: প্রেম একটাই, সেটা PUBG! স্বামীকে '৫৫ টুকরো'... দেড় বছরের ছেলেকেও তরুণী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনলাইনে পাবজি খেলার নেশা! আর সেই নেশা থেকেই প্রেমে পড়েন 'পাবজি-পার্টনার' দুই তরুণ-তরুণী। তরুণী দিলেন স্বামীকে ৫৫ টুকরো করে ড্রামে ভরার হুমকি। আর প্রেমিক ১০০০ কিমি পথ উজিয়ে এলেন তাঁর 'পাবজি' প্রেমিকার সঙ্গে দেখা করতে। এ যেন আরেক সীমা হায়দার ও সচিন মীনা! তবে এখানে কেউ সীমান্ত পেরিয়ে আসেননি! একজন পাঞ্জাবের লুধিয়ানার ও অপরজন উত্তরপ্রদেশের মাহোবার বাসিন্দা।

'পাবজি পার্টনার'-এর প্রেমে তরুণী!
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবার। অনলাইন গেম PUBG খেলতে খেলতে খেলার পার্টনার যুবকের প্রেমে পড়েন ওই বিবাহিতা তরুণী। ওই যুবক পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। সেখান থেকে তিনি উত্তর প্রদেশের মাহোবাতে ওই তরুণীর শ্বশুরবাড়িতে এসে হাজির হন প্রেমিকার সঙ্গে দেখা করতে। স্ত্রীর 'অনলাইন গেমিং' প্রেমিককে দেখে হকচকিয়ে যান স্বামী। চমকে যান শ্বশুরবাড়ির লোকেরাও। এদিকে ওই তরুণী স্বামী-সন্তানকে ছেড়ে তাঁর প্রেমিকের সঙ্গে যাওয়ার জন্য জোর করতে থাকেন।

'৫৫ টুকরো করে ড্রামে ভরে দেব', হুমকি স্বামীকে!
শেষে আরাধনা নামে ওই তরুণী সেটাই করেন। স্বামী-সন্তানকে ছেড়ে 'পাবজি পার্টনার' প্রেমিকের হাত ধরে চলে আসেন। এমনকি স্বামীকে খুনের হুমকিও দেন। স্বামী যদি তাঁর ও প্রেমিকের মাঝে এসে দাঁড়ান, তবে তিনি তাঁকে খুন করে ৫৫ টুকরো করে ড্রামে ভরে দেবেন বলে হুমকি দেন। উত্তর প্রদেশের বান্দা জেলার বাসিন্দা আরাধনার ২০২২ সালে মাহোবার শীলুর সঙ্গে বিয়ে হয়েছিল। দেড় বছরের একটি ছেলেও রয়েছে দম্পতির। 

'গেমিং পার্টনারশিপ' পরিণত প্রেমে!
কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই আরাধনা PUBG-তে আসক্ত হয়ে পড়েন। আর এই গেম খেলতে গিয়েই ১৪ মাস আগে প্রেমিক শিবমের সঙ্গে তাঁর আলাপ হয়। শিবম পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। সময়ের সঙ্গে তাঁদের 'গেমিং পার্টনারশিপ' প্রেমে পরিণত হয়। শিবম জানিয়েছেন, সম্প্রতি আরাধনা তাঁকে বলেন যে, তাঁর স্বামী তাঁকে ফোনে কথা বলায় মারধর করেছেন। এই কথা শুনেই শিবম আরাধনাকে দেখতে মাহোবায় আসেন। আর শিবম বাড়িতে পৌঁছতেই নাটক শুরু! শিবম ও আরাধনার স্বামী শীলুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। 

আরও পড়ুন, Ludhiana Drum Murder: গলা-পা বাঁধা, ফের নীল ড্রামে মিলল যুবকের নিথর দেহ! আরও এক 'মুসকান' কাণ্ডের সন্দেহ...

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: ভয়াবহ আমদাবাদ বিমান দুর্ঘটনা, শেষ সময়ে বিমানসেবিকা রোশনির অসীম সাহসিকতা! যাত্রীদের বাঁচাতে তিনি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More