জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন। বাইক আরোহীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল। সঙ্গে সঙ্গেই ১২ টুকরো হয়ে যায় খুলি! মৃত্যু হল ২৯ বছর বয়সী বাইক আরোহী সেই যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বনশঙ্করীতে। দেখুন কী ঘটেছে, হাড়হিম করে দেওয়া সেই ভিডিয়ো-
জানা গিয়েছে, মৃত যুবক একটি সংস্থার এইচআর এগজিকিউটিভ ছিলেন। বাবার জন্মদিনে মাংসের দোকানে গিয়েছিলেন। মাংস কিনে বাড়ি ফিরছিলেন। শ্রীনিবাস নগরে তাঁর বাড়ির কাছে একটি গলিতে প্রবেশ করার সময়ই হঠাৎ গাছের ডালটি রাস্তার উপর তাঁর মাথায় ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৫ দিন হাসাপাতালে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরীক্ষায় জানা যায়, গাছের ডাল মাথায় পড়ে তাঁর খুলি ১২ টুকরো হয়ে গিয়েছিল।
A routine day turned into lifelong pain.
— Mr. Shaz (@Wh_So_Serious) June 20, 2025
5 days in ICU. Then silence.
A falling tree branch shattered 29-yr-old Akshay’s skull into 12 pieces — he was bringing meat for his dad’s birthday dinner.
His family shattered.#Bengaluru #India
pic.twitter.com/ke9nffeXlz
মৃত যুবকের নাম অক্ষয়। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তা পিছল ছিল। তার উপর গাছের ডাল ভেঙে পড়ার পর ওই যুবক আহত অবস্থায় বাইক নিয়ে পিছলে রাস্তায় পড়ে যান। প্রথমে ত্যাগরাজনগরের প্রশান্ত হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। তারপর তাঁকে জয়নগরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসার পর মারা যান ওই যুবক। তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। হেলমেট পরা থাকলে মৃত্যু এড়ানো যেত বলে মত চিকিৎসকদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)