জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহিদ দিবসকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শহিদ দিবস উপলক্ষে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) রাজনীতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) আগেই অভিযোগ করেছিলেন গৃহবন্দি করা হয়েছে তাঁকে। এবার পুলিসের সঙ্গে রীতিমতো হাতাহাতি করে পাঁচিল টপকে ‘শহিদদের’ কবরস্থান মাজার-ই-শুহাদায় প্রবেশ করলেন ওমর। শহিদদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রের পুলিসবাহিনীর বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। উপত্যকার এই ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bandyopadhyay)।
১৩ জুলাই ১৯৩১ এর গুরুত্ব:
Paid my respects & offered Fatiha at the graves of the martyrs of 13th July 1931. The unelected government tried to block my way forcing me to walk from Nawhatta chowk. They blocked the gate to Naqshband Sb shrine forcing me to scale a wall. They tried to physically grapple me… pic.twitter.com/IS6rOSwoN4
— Omar Abdullah (@OmarAbdullah) July 14, 2025
ডোগরা শাসক হরি সিংহের বাহিনীর গুলিতে নিহত ২২ জন কাশ্মীরিকে শ্রদ্ধা জানাতে রবিবার সকালে আচমকাই ‘মাজার-এ-শুহাদা’ পৌঁছে যান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdulla)। পুলিশের বাধা উপেক্ষা করে গাড়ি থামিয়ে দেয়াল টপকে তিনি কবরস্থানে ঢোকেন এবং শহিদদের উদ্দেশে ফাতেহা পাঠ করেন।
ওমর আবদুল্লাকে বাধা:
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং ন্যাশনাল কনফারেন্স অন্যান্য নেতাদের সোমবার শহিদদের সমাধিস্থলে যেতে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে পুলিস। সেই প্রচেষ্টা প্রতিহত করে পাঁচিল টপকে পুলিসকে অগ্রাহ্য করে নিহত কাশ্মীরি প্রতিবাদীদের প্রতি শ্রদ্ধা জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
গত শনিবার ওই কবরস্থানে যাওয়ার অনুমতি পাননি ওমর এবং বিরোধী নেতারা। গৃহবন্দি করে রাখা হয়েছিল তাঁদের। দিল্লি থেকে ফেরার পর ওমর বলেছিলেন, ‘ঘরে তালা মেরে রাখা হয়েছে আমাকে।’
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য:
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, 'গতকাল এখানে ফতিহা পড়তে দেওয়া হয়নি। সবাইকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। যখন গেট খুলে দেওয়া হয়, আমি কন্ট্রোল রুমকে জানাই যে আমি এখানে আসতে চাই, তখন আমার গেটের সামনে একটি বাঙ্কার রাখা হয় এবং গভীর রাত পর্যন্ত তা সরানো হয়নি। আজ আমি তাঁদের কিছু বলিনি। ওদের কিছু না বলেই আমি গাড়িতে উঠে বসলাম।'
তিনি বলেন, 'ওরা কীরম নির্লজ্জ দেখ। আজও ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিল। আমরা নৌহাট্টা চকে গাড়ি পার্ক করি। তারা আমাদের সামনে একটি বাঙ্কার রেখে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এই পোশাক পরা পুলিসরা মাঝে মাঝে আইন ভুলে যায়। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, আজ তারা কোন আইনের আমাদের থামানোর চেষ্টা করেছিল? নিষেধাজ্ঞা গতকালের জন্য ছিল। ওরা বলে যে এটি একটি স্বাধীন দেশ, কিন্তু কখনও কখনও ওরা মনে করে যে আমরা তাদের দাস। আমরা কারও দাস নই। যদি আমরা দাস হই, আমরা জনগণের দাস।' উপত্যকার নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে এমনই মন্তব্য করেন তিনি। এই বাহিনী লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নিয়ন্ত্রণে রয়েছে। NC নেতার কথায়, 'ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিল। আমাদের পতাকা ছেঁড়ার চেষ্টা করেছিল। কিন্তু ওদের চেষ্টা ব্যর্থ হয়েছে।'
রবিবার গৃহবন্দি:
শ্রীনগরে শহিদ স্মৃতিস্তম্ভ পরিদর্শনে যেতে বাধা দেওয়ার জন্য গতকাল মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক এবং বিরোধী নেতাদের তাঁদের বাড়িতে আটকে রাখা হয়েছিল। ওমর আবদুল্লা গতকাল সন্ধেয় দিল্লি থেকে ফিরে এসে বলেন যে, এরপর তাঁকে 'অবরুদ্ধ' করে রাখা হয়। এছাড়া মুখ্যমন্ত্রীর করা একটি ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, পুলিশ তাঁকে বেরোতে বাধা দিচ্ছে।
এদিকে গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কেউ যদি শহিদদের শ্রদ্ধা জানাতে যান তাতে সমস্যা কোথায়? এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সামিল। আজ সকালে নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। অত্যন্ত লজ্জাজনক।’
What is wrong in visiting the graveyard of martyrs? This is not only unfortunate, it also snatches the democratic right of a citizen. What happened this morning to an elected Chief Minister @OmarAbdullah is unacceptable. Shocking. Shameful.
— Mamata Banerjee (@MamataOfficial) July 14, 2025