Home> দেশ
Advertisement

Modi vs Mamata: ফের দিল্লির 'বঞ্চনা'! এবার কোপ শিক্ষায়, জানালেন স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীই...

Modi vs Mamata: 'চলতি অর্থবর্ষে গুজরাত ১২৪৫.৫৪ কোটি,  উত্তরপ্রদেশ  ৬২৬৪.৭৯ কোটি ও হরিয়ানা  ৫৩৬.৪৪ কোটি টাকা পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জন্য বরাদ্দ শূন্য'!

Modi vs Mamata: ফের দিল্লির 'বঞ্চনা'! এবার কোপ শিক্ষায়, জানালেন  স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীই...

রাজীব চক্রবর্তী: ফের বাংলাকে 'বঞ্চনা'।  কেন্দ্রীয় শিক্ষা প্রকল্প থেকে বাদ পশ্চিমবঙ্গ? সংসদে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদের লিখিত জবাবেই এবার জল্পনা তুঙ্গে। চড়়ছে শাসক-বিরোধী রাজনীতির পারদ।

আরও পড়ুন:  Aadhaar and Voter ID: আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন

সংসদের এখন বাদল অধিবেশন চলছে। সম্প্রতি  'সমগ্র শিক্ষা মিশন' ও  'পিএম-শ্রী' প্রকল্পে রাজ্যভিত্তিক অর্থ বরাদ্দ প্রশ্ন তোলেন সাংসদ বাপি হালদার। জানতে চান,  'কেন পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা দেওয়া হয়নি'? 'বকেয়া প্রায় ১৫০০ কোটি টাকা কবে মেটানো হবে'? লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ জানান, চলতি অর্থবর্ষে গুজরাত ১২৪৫.৫৪ কোটি,  উত্তরপ্রদেশ  ৬২৬৪.৭৯ কোটি ও হরিয়ানা  ৫৩৬.৪৪ কোটি টাকা পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে জন্য বরাদ্দ শূন্য!

পরপর তিন বছর  সমগ্র শিক্ষা মিশনে কেন্দ্রের বরাদ্দ টাকা পায়নি রাজ্য। প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষা দফতরের আধিকারিকেরা। কিন্ত খালি হাতেই ফিরতে হয় তাঁদের। কেন্দ্রের দাবি,  সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে 'পিএমশ্রী' প্রকল্পকে যুক্ত করলেই টাকা মিলবে। কিন্তু তাতে রাজি নন বাংলা। মুখ্যসচিব, শিক্ষাসচিব ও শিক্ষামন্ত্রী  বেশ কয়েকবার চিঠি দিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। কেন্দ্রের সাফ কথা,  যত ক্ষণ না সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে ‘পিএমশ্রী’ প্রকল্প যুক্ত করা হচ্ছে, তত ক্ষণ কেন্দ্রের তরফে বাংলা কোনও টাকা পাবে না।

আরও পড়ুন:  UP Shocker: সিনেমা নয়! মায়ের লাঞ্ছনাকারীকে ১০ বছর পর খুঁজে খু*ন করল ছেলে, তারপরই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More